• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

বিদেশ

জলবায়ু পরিবর্তন

বিশ্বের অর্ধেক অভয়ারণ্য ও ৩৫ প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৪ মার্চ ২০১৮

জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বে প্রাণীদের অর্ধেক অভয়ারণ্য ও প্রায় ৩৫ প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে বলে নতুন এক গবেষণায় বলা হয়েছে। লন্ডনভিত্তিক ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইভ ফান্ড এ গবেষণায় হুশিয়ার করে দিয়ে বলেছে- প্রচণ্ড গরম, দীর্ঘদিন ধরে চলা খরা ও অনিয়মিত ঝড় বা জলোচ্ছ্বাসের কারণে অভয়ারণ্যগুলো থেকে পালাচ্ছে প্রাণীরা। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন এ খবর প্রকাশ করেছে।

ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইভ ফান্ডের সঙ্গে এ কাজে সহযোগিতা করেছে ইস্ট অ্যাঞ্জিলা ও জেমস কুক বিশ্ববিদ্যালয়। ৩৫টি প্রজাতির প্রায় ৮০ হাজার প্রাণীর ও উদ্ভিদের ওপর এ গবেষণা চালানো হয়েছে। বিশ্বের গুরুত্বপূর্ণ অভয়ারণ্যগুলোতে এই গবেষণা কার্যক্রম পরিচালনা করা হয়। এসব অঞ্চলের মধ্যে অ্যামাজন, গালাপগজ দ্বীপ, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অস্ট্রেলিয়া ও মাদাগাস্কার অন্যতম।

গবেষকদের মতে, বৈশ্বিক তাপমাত্রা বাড়ার প্রভাব এসব অঞ্চলেও ব্যাপক মাত্রায় পড়ছে। অনিয়মিত বন্যা ও খরার কারণে প্রাণীদের জন্য বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে অঞ্চলগুলো। গবেষকরা বলছেন, এর ফলে বিশেষভাবে ওই অঞ্চলের প্রাণীরা নিজেদের আবাসস্থল পরিবর্তন করছে। এমনকি উদ্ভিদের প্রকৃতি ও বৃদ্ধিতেও পরিবর্তন ঘটছে। বিজ্ঞানীরা জানান, জলবায়ু পরিবর্তন, আবাসভূমি ধ্বংস, রোগ এবং দখলকারি ভিন্ন প্রজাতির কারণে গাছের মোট প্রজাতির ২১ শতাংশই এখন বিলুপ্তির ঝুঁকিতে আছে।

বিজ্ঞানভিত্তিক পত্রিকা ‘ক্লাইমেট চেঞ্জ’ এ-বিষয়ক গবেষণাধর্মী একটি প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করে বলেছে, যদি বৈশ্বিক তাপমাত্রা আরো ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়ে, তাহলে খরার কারণে বিলুপ্তির দ্বারপ্রান্তে পৌঁছাবে আফ্রিকার হাতি। একই সঙ্গে বাড়বে ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনের পানির উচ্চতা। যার ফলে ৯৬ শতাংশ বাঘ বিলুপ্ত হয়ে যেতে পারে। প্যারিসে ২০১৫ সালে অনুষ্ঠিত পরিবেশবিষয়ক সম্মেলনে বৈশ্বিক তাপমাত্রা ২ ডিগ্রি কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। আর এই লক্ষ্যমাত্রায় পৌঁছানো যদি সম্ভব না হয় তাহলেও বিশ্বের অন্তত ২৫ শতাংশ প্রজাতি পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads