• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

বিদেশ

আফরিনের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি তুরস্কের

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৫ মার্চ ২০১৮

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় অঞ্চল আফরিনের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে তুরস্কের সামরিক বাহিনী ও সিরিয়ার বিদ্রোহীদের সংগঠন ফ্রি সিরিয়ান আর্মিও যোদ্ধারা। শনিবার তুরস্ক সেনাবাহিনীর সূত্রে এ বিষয়ে খবর প্রকাশ করেছে রয়টার্স। কুর্দিদের সশস্ত্র সংগঠন ওয়াইপিজির বেসামরিক বাহিনীকে হটিয়ে দিতে আট সপ্তাহ আগে নিজেদের সীমান্ত সংলগ্ন সিরিয়ার অফরিন অঞ্চলে অভিযান শুরু করে তুরস্কের সামরিক বাহিনী। আক্রমনের ধার বাড়াতে পরে তুরস্কপন্থি সিরীয় বিদ্রোহীরাও তাদের সঙ্গে যোগ দেয়। সিরীয় কুর্দিদের ওয়াইপিজি বাহিনীকে একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে তুরস্ক।

প্রচন্ড যুদ্ধ এবং অনেক হতাহতের পরে গত রোববার আফরিনের কেন্দ্রস্থল দখলে নেয় ওই সম্মিলিত বাহিনী।

আফরিন অঞ্চলের অবশিষ্ট গ্রামগুলো দখল করে রাতের মধ্যে সেখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়েছে বলে তুরস্কের সামরিক বাহিনীর একটি সূত্র দাবি করেছে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুও জানিয়েছে, ‘আফরিন অঞ্চলে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের নিরাপদে বাড়ি ফেরা নিশ্চিত করতে তল্লাশি অভিযান অব্যাহত রাখা হয়েছে।’

তুরস্কের সাঁজোয়া যানগুলো আফরিন শহরের রাস্তাগুলোতে টহল দিচ্ছে। তুরস্কের রেড ক্রিসেন্ট শহরের বাসিন্দাদের মধ্যে গরম খাবার বিতরণ করছে। লাইন ধরে লোকজন সেসব খাবার সংগ্রহ করছে বলে জানিয়েছে আনাদোলু। তুরস্ক রেড ক্রিসেন্টের সভাপতি কেরেম কিনিক বলেছেন, ‘স্বল্প ও মাঝারি মেয়াদের মধ্যে স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনার চেষ্টা করছি আমরা। আমাদের মোবাইল রান্নাঘরগুলো কাজ করছে। আমাদের কর্মীরা গ্রামেও কাজ করছেন।’

আফরিনের বাসিন্দা আব্দুর রহমান নাহসেন সুলেইমানোগলু বলেন, ‘আমরা চাই সবকিছু ঠিক হয়ে যাক। আমরা চাই আমাদের নারীরা ও সন্তানরা ফিরে আসুক। তারা তাদের নিজভূমে ফিরতে পারছে না।’ শুক্রবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে ফোনে কথা বলার সময় আফরিন অভিযানের সমালোচনা করেন। তুরস্কের পশ্চিমা মিত্রদের মধ্যে সিরিয়ায় সামরিক অভিযানের বিরুদ্ধে সবচেয়ে কড়া সমালোচক হিসেবে দাঁড়িয়েছে ফ্রান্স। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সীমান্তের নিরাপত্তা নিয়ে উদ্বেগ হস্তক্ষেপকে বৈধতা দেয় না।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads