• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

বিদেশ

পাকিস্তানেই থাকতে চান মালালা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ৩১ মার্চ ২০১৮

পড়াশোনা শেষ করে পাকিস্তানেই পাকাপাকিভাবে ফিরতে চান মালালা ইউসুফজাই। শনিবার এক টেলিভিশন সাক্ষাৎকারে নোবেলজয়ী বলেন, ‘পাকিস্তান আমার দেশ। অন্য সকলের মতো আমারও এ দেশে সমান অধিকার রয়েছে।’

২০১২ সালে সোয়াট প্রদেশে তালিবানের গুলিতে গুরুতর জখম হওয়ার পর মালালাকে নিয়ে যাওয়া হয়েছিল ব্রিটেনে। তারপর শুক্রবারই তিনি প্রথম দেশে ফেরেন। অক্সফোর্ডের ছাত্রী মালালা বলেন, ‘২০১২ সালের পাকিস্তান আর আজকের পাকিস্তানের মধ্যে অনেক ফারাক। মানুষ দেশের উন্নতির জন্য ঐক্যবদ্ধ, সক্রিয়। এ বিষয়ে ব্যাপক প্রচার চলছে। এটা খুবই ইতিবাচক।’ তবে, এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছে প্রকাশ করলেও শুক্রবার রাজনীতি নিয়ে কিছুই বলেননি তিনি।

নিরাপত্তার স্বার্থে মালালার সফর নিয়ে চূড়ান্ত গোপনীয়তা বজায় রাখছে পাকিস্তান। তাই এখনও কেউ জানেন না, সোয়াটে তিনি যাবেন কি না। পরিস্থিতির উন্নতি হওয়ায় সপ্তাহ কয়েক আগে ওই এলাকায় পর্যটকদের আবার যাওয়ার অনুমতি দিয়েছে প্রশাসন। সেখানকার বাসিন্দা সাহিস্তা হাকিম বলেন, ‘মালালার জীবন আমাদের বদলে দিয়েছে। বাবা-মায়েরা মেয়েদের স্কুলে পাঠাচ্ছেন। ও একবার এখানে আসবে না?’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads