• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

বিদেশ

পপ গান শুনে কিমের হাততালি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৩ এপ্রিল ২০১৮

কিছু দিনের মধ্যেই দেখা হবে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার দুই রাষ্ট্রনেতার। সেই বৈঠকের আগে পিয়ংইয়ংয়ে বসে দক্ষিণ কোরিয়ার পপ তারকাদের গান শুনলেন শাসক কিম জং উন এবং তাঁর স্ত্রী। তাঁদের সঙ্গে কিমের বোন কিম ইয়ো জংও অনুষ্ঠানে ছিলেন বলে দেশটির সরকারি সূত্রে জানা গেছে।

গান শুনে শুধু হাততালি নয়, অনুষ্ঠান শেষে মঞ্চের পিছনে গিয়ে শিল্পীদের সঙ্গে কথা বলে ছবিও তুলেছেন কিম। পিয়ংইয়ংয়ের শাসক প্রতিবেশী দেশের শিল্পীদের সঙ্গে এমন অন্তরঙ্গ মুহূর্ত শেষ কবে কাটিয়েছেন তা মনে করতে পারছেন না কিম প্রশাসনের লোকজনই।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের সঙ্গে বৈঠকের আগে দু’দেশের আলাপচারিতা আরও বাড়ানোর উদ্দেশ্যেই এই গানের অনুষ্ঠানের আয়োজন হয়েছিল বলে দাবি সিউল প্রশাসনের। সেই সূত্রে এক দশকেরও বেশি সময় পরে এই প্রথম পিয়ংইয়ংয়ে পা রেখেছে সিউল থেকে আসা বেশ কয়েকটি গানের দল। এর আগে দক্ষিণ কোরিয়ার পিয়ংচ্যাংয়ে শীতকালীন অলিম্পিকে উত্তর কোরিয়ার খেলোয়াড়রা অংশ নেন।

‘স্প্রিং ইজ কামিং’ নামে রবিবারের সন্ধ্যায় কনসার্ট বসেছিল পূর্ব পিয়ংইয়ংয়ের গ্র্যান্ড থিয়েটারে। যেখানে ছিলেন ১৫০০ দর্শক। সিউল থেকে আসা বিভিন্ন গানের দল ফের অনুষ্ঠান করবে মঙ্গলবার। রবিবারের অনুষ্ঠানের পরে শিল্পীদের সঙ্গে কথা বলার সময়ে কিম আগ্রহ দেখান গান এবং গানের কথা নিয়ে। সিউলের সংবাদমাধ্যমের দাবি, গানের আগে দক্ষিণ কোরিয়ার তায়কোয়ন্দ দলের কসরতও দেখেন দর্শকরা। যদিও সে সময় কিম ছিলেন না।

উত্তর কোরিয়ার সঙ্গে মিত্রতা বাড়ানোর পাশাপাশি দক্ষিণ কোরিয়া অবশ্য আমেরিকার সঙ্গে নিয়মমাফিক নিজেদের সামরিক মহড়া শুরু করে দিয়েছে। সিউলের তিন লক্ষ সেনা এবং ২৪ হাজার মার্কিন সেনা অংশ নিয়েছে। তবে মহড়ায় কোনও পরমাণু ডুবোজাহাজ ব্যবহার করা হচ্ছে না বলে জানিয়েছে সিউল। প্রতিবারই এই মহড়া নিয়ে জোর আপত্তি জানিয়ে থাকে কিমের দেশ। কিন্তু এবার তাদের পক্ষ থেকে টুঁ শব্দ শোনা যায়নি। সিউলের দাবি, এরকম মহ়ড়া হয়েই থাকে, বিষয়টি এবার বুঝে কিম দক্ষিণ কোরিয়ার অফিসারদের জানিয়েছেন, এ নিয়ে তাদের কোনও বক্তব্য নেই।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads