• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯

বিদেশ

আত্মসমর্পণের সময় শেষ লুলার

  • প্রকাশিত ০৭ এপ্রিল ২০১৮

দুর্নীতির দায়ে অভিযুক্ত ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডি সিলভাকে আত্মসমর্পণের জন্য বেধে দেওয়া সময় পার হয়ে গেছে। ৭২ বছর বয়সী লুলাকে ১২ বছরের কারাদণ্ড প্রদান করেছেন দেশটির আদালত। বিবিসির খবরে বলা হয়, তার আইনজীবীরা আত্মসমর্পণের বিষয়ে পুলিশের সঙ্গে আলোচনা করছে। অনেকেই ধারণা করছে, তিনি শনিবার আত্মসমর্পণ করবেন। আবার অনেকের ধারণা এই সপ্তাহ পরে তিনি আত্মসমর্পণ করবেন।

লুলার বাসভবন সাও বারনাদো দু কম্পোতে তার হাজার হাজার সমর্থক জড়ো হয়েছে।

সমর্থক জাও জিভিয়ার বার্তা সংস্থা রয়টার্সকে জানান, ‘আমার মনে হয় আইন প্রয়োগকারী সংস্থার লোকজন লুলাকে এখন গ্রেফতার করতে আসবে। কিন্তু তারা ভেতরে যেতে পারবে না।’’ ব্রাজিলের সিনেটর গিলেসি হোফম্যান দাবি করেন, সামনের অক্টোবরে হতে যাওয়া নির্বাচন থেকে দূরে রাখতেই এমন ষড়যন্ত্র করা হয়েছে।’

সরকারি কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে ঘুষ হিসেবে ব্রাজিলের একটি বড় নির্মাণপ্রতিষ্ঠানের কাছ থেকে এক বিলাসবহুল অ্যাপার্টমেন্ট নেন লুলা। এ ঘটনায় গত বছর তাকে ১২ বছরের কারাদণ্ড দেন আদালত। এর বিরুদ্ধে তিনি আদালতে আপিল করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads