• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

বিদেশ

কর্ণাটকে মাওবাদী হামলায় ২ জাওয়ান নিহত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১০ এপ্রিল ২০১৮

ভারতের কর্ণাটক রাজ্যের বিজাপুর জেলায় মাওবাদীদের হামলায় দুই ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) জওয়ান নিহত হয়েছে। গতকাল সোমবারের এ হামলায় আরো পাঁচজন আহত হয়েছে। ডিআরজি সদস্যরা কুর্টু থেকে জংলা যাওয়ার পথে এ হামলা চালানো হয় বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।

বাস্তারের ইন্সপেক্টর জেনারেল বিবেকানন্দ সিনহা বলেন, গতকাল সকালে কুর্টু থেকে জংলা যাওয়া পথে জওয়ানদের বাসে বোমা হামলা চালায় মাওবাদীরা। বাসে ৩০ জওয়ান ছিলেন; এদের মধ্যে দুজন নিহত ও পাঁচজন গুরুতর আহত হয়েছে। সিনহা জানান, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) দিয়ে হামলাটি চালানো হয়। বোমার বিস্ফোরণে হামলাস্থলে ১০ ফুট গভীর গর্তের সৃষ্টি হয়েছে। সেখান থেকে আরো একটি আইইডি উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে বলে জানান তিনি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজাপুর সফরের মাত্র পাঁচ দিন আগে চালানো এ হামলায় সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করেছে সেখানকার নিরাপত্তা কর্মকর্তারা। সিনহা জানান, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সেখানে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads