• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯

বিদেশ

স্নায়ুযুদ্ধের মানসিকতার ব্যাপারে শি জিনপিংয়ের সতর্কতা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১১ এপ্রিল ২০১৮

স্নায়ুযুদ্ধের মানসিকতার ব্যাপারে সতর্ক করে দেশের অর্থনীতির একটি অংশ উন্মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। হুনান প্রদেশের বোয়াও শহরে ‘বোয়াও ফোরাম ফর এশিয়া’ সম্মেলনে দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য দ্বন্দ্ব নিরসনের চেষ্টা হিসেবে তিনি এ ঘোষণা দিয়েছেন বলে মনে করা হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বোয়াও ফোরাম ফর এশিয়া এক অলাভজনক সংগঠন। তারা মূলত এশিয়া ও অন্যান্য মহাদেশের বিভিন্ন দেশের সরকারের প্রতিনিধি, ব্যবসায়ী ও শিক্ষাবিদদের নিয়ে সম্মেলনের আয়োজন করে থাকে। এ সম্মেলনে তারা এশিয়া অঞ্চলের অগ্রসরমান অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ে নিজেদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। চলতি সপ্তাহের সোমবার থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী এই সম্মেলন চলবে আজ বুধবার পর্যন্ত।

সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য সংক্রান্ত দ্বন্দ্ব নিরসনে সুনির্দিষ্ট পদক্ষেপের ব্যাপারে কিছু বলেননি শি জিনপিং। এই দ্বন্দ্বের ফলে দুই দেশ একে অপরের পণ্যে পাল্টাপাল্টি করারোপের সিদ্ধান্ত নিয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচ্ছন্ন ‘আমেরিকা ফার্স্ট’ নীতির ব্যাপারে শি জিনপিং ‘উন্মুক্ততা’র কথা বলেছেন।

চীনা ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের এই সমাবেশে শি জিনপিং বলেন, মানবসমাজকে এখন উন্মুক্ত ও বন্ধ পন্থার মধ্যে একটিকে বেছে নিতে হবে। যার মাধ্যমে সমাজ সামনে এগিয়ে যাবে অথবা পিছিয়ে পড়বে। তিনি আরো বলেন, বর্তমান বিশ্বে শান্তি ও সহযোগিতার প্রবণতা এগিয়ে চলছে। আর ‘স্নায়ুযুদ্ধের মানসিকতা’ ও ‘জিরো সাম গেম’ চিন্তা সেকেলে হয়ে পড়েছে। চীনের প্রেসিডেন্ট বলেন, অন্যদের বাদ দিয়ে কারো নিজের সম্প্রদায়ের চিন্তা শুধু বিভেদের দিকে নিয়ে যাবে। আর শান্তিপূর্ণ উন্নয়ন ও একসঙ্গে কাজ করার মাধ্যমে আমরা সব পক্ষই লাভবান হতে পারব। সম্মেলনে শি এ ছাড়া গাড়ি আমদানির ওপর কর কমানোর পাশাপাশি চীনের প্রেসিডেন্ট তার দেশে বিদেশি কোম্পানিগুলোর বিনিয়োগের শর্ত শিথিল করারও প্রতিশ্রুতি দেন।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প চীনের কয়েকশ’ পণ্যের ওপর করারোপের ঘোষণা দিলে দেশ দুটির মধ্যে বাণিজ্যযুদ্ধের আশঙ্কা ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্রের দাবি, চীন তার পূর্বঘোষিত উন্মুক্ত অর্থনীতির প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। চীন আন্তর্জাতিক কোম্পানিগুলোকে নিজের বাজারে প্রবেশে বাধা দেওয়ার পাশাপাশি যৌথ বিনিয়োগ ও বুদ্ধিবৃত্তিক সম্পদ হস্তান্তরে বাধ্য করছে বলে অভিযোগও করে আসছে দেশটি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads