• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯

বিদেশ

কাশ্মিরে সংঘর্ষ

৩ বেসামরিকসহ নিহত চার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১২ এপ্রিল ২০১৮

কাশ্মিরের দক্ষিণাঞ্চলের কুলগাম জেলায় জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলিতে এক জওয়ান ও তিন বেসামরিক লোক নিহত হয়েছে। গত মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার পর্যন্ত চলা এ সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছে। ওই এলাকার মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে বলে জিনিউজ জানিয়েছে।

খবরে বলা হয়, জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার সদস্যদের অবস্থানের খবর পেয়ে গত মঙ্গলবার রাত ১১টার দিকে ওই এলাকা ঘিরে ফেলে সেনাবাহিনী। এ সময় জঙ্গিরা গুলি ছুড়লে পাল্টা জবাব দেয় সেনারাও। জঙ্গিদের গুলিতে এক জওয়ান নিহত ও তিন জওয়ান আহত হয়েছে। এদের মধ্যে দুজন সেনাবাহিনীর এবং একজন সিআরপিএফের সদস্য। তবে উভয়পক্ষে গোলাগুলিতে আরো তিন বেসামরিক লোক নিহত ও অন্তত ৩৫ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ১৫ বছরের এক কিশোরও রয়েছে।

উল্লেখ্য, মাত্র একদিন আগে গত সোমবার পাকিস্তানের সঙ্গে গোলাগুলিতে ভারতের দুই সেনা সদস্য নিহত হয়। ভারতের দাবি, সোমবার বিকাল ৫টার দিকে রাজৌরি জেলার সুন্দরবনি সেক্টরে অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি করে পাকিস্তানি সেনাবাহিনী। পরে ভারতও পাল্টা জবাব দেয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads