• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

বিদেশ

ঝড়ে ভাঙল তাজমহলের মিনার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৩ এপ্রিল ২০১৮

প্রবল ঝড়বৃষ্টিতে তাজমহলের প্রবেশদ্বারের একটি মিনার ভেঙে পড়েছে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ঘণ্টায় ১৩০ কিলোমিটার বেগে আঘাত হানা ঝড়ের কবলে পড়ে ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় যমুনার তীর ঘেঁষে কারুকার্য খচিত শ্বেতমর্মর পাথরের এ স্মৃতিসৌধটি। খবর টাইমস অব ইন্ডিয়া।

কোনো কোনো সংবাদমাধ্যমে বলা হয়, ঝড়ে দক্ষিণ গেটের একটি মিনার ভেঙে পড়ে এবং একটি ছোট সাদা গম্বুজ ক্ষতিগ্রস্ত হয়। প্রবল বাতাসে ভেঙে পড়া ১২ ফুট উচ্চতার মিনারটির সঙ্গে ধাতুর তৈরি কারুকার্য খচিত একটি শীষও ছিল। মিনারটি দরজা-ই-রওজা নামে পরিচিত প্রধান প্রবেশদ্বারের একটি অংশ।

এই রাজকীয় প্রবেশদ্বার থেকেই তাজমহল প্রথম নজরে আসে পর্যটকদের। মোঘল আমলে সপ্তদশ শতকে সম্রাট শাহজাহান তার স্ত্রী আরজুমান্দ বানু বেগম ওরফে মুমতাজ মহলের মৃত্যুর পর তার ভালোবাসার স্মৃতিস্বরূপ সৌধ তাজমহলটি নির্মাণ করেন। তাজমহলের প্রধান প্রবেশদ্বারটি একটি গুরুত্বপূর্ণ স্থাপত্যকীর্তি। এটি মার্বেল পাথরের তৈরি। এর নকশায় প্রথম দিকের মোগল সম্রাটদের স্থাপত্যকীর্তির ছাপ পাওয়া যায়।

এর আগে ২০১৬ সালে তাজমহলের একটি মিনার ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া যায়। সে সময় জানানো হয়, মহলে পরিষ্কার-পরিচ্ছন্নতার ফলে মিনারগুলো ক্ষতিগ্রস্ত হয়। যদিও তখন এর জন্য বানরের অবাধ চলাচলকে দায়ী করেছিল এএসআই। আগ্রা ও এর আশপাশের এলাকা দিয়ে বয়ে যাওয়া বুধবারের এই ঝড়ে পাঁচজন নিহত হন। এ ছাড়া বেশ কিছু গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads