• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

বিদেশ

পাকিস্তানে বিচারপতির বাড়িতে গুলি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৬ এপ্রিল ২০১৮

পাকিস্তানের সুপ্রিম কোর্টের বিচারপতি ইজাজুল আহসানের বাড়ি লক্ষ্য করে দু’দফা গুলি চালানো হয়েছে। পাকিস্তানের সংবাদ সংস্থা ডন জানায়, লাহোরের মডেল টাউনে বিচারপতির ওই বাসভবনে প্রথম দফায় শনিবার সন্ধ্যায় গুলি চালানো হয়। পরে গতকাল রোববার সকালে ফের গুলি চালায় অজ্ঞাত ব্যক্তিরা। গুলিতে কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ডনের খবরে বলা হয়, এ ঘটনার পর ওই বিচারপতির বাসভবন পরিদর্শন করেছেন পাকিস্তানের প্রধান বিচারপতি মিয়া সাকিব নিসার। তিনি ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন পাঞ্জাবের ইন্সপেক্টর জেনারেলকে। এ ঘটনার সরাসরি তদারকি করছেন প্রধান বিচারপতি। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ এ হামলার সঙ্গে জড়িতদের অতিসত্বর গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। বিচারপতির বাসভবনের বাইরে নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে। পাঞ্জাব সরকারের মুখপাত্র মালিক আহমেদ খান বলেছেন, এটা অত্যন্ত নিন্দনীয় হামলা। এ বিষয়ে তদন্ত চালানো হচ্ছে। আমরা হামলাকারীদের গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা করছি।

উল্লেখ্য, গত বছর পানামাগেট কেলেঙ্কারিতে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে অযোগ্য ঘোষণা করেন পাকিস্তান হাইকোর্টের পাঁচ সদস্যের একটি বেঞ্চ। এই বেঞ্চের একজন সদস্য হলেন বিচারপতি ইজাজুল আহসান। ধারণা করা হচ্ছে, এ ঘটনাকে কেন্দ্র করেই হামলা চালানো হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads