• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

বিদেশ

আসিফার ধর্ষকদের শাস্তি চাইল জাতিসংঘ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৬ এপ্রিল ২০১৮

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের কাঠুয়ায় আট বছর বয়সী আসিফা বানুর ধর্ষক ও হত্যাকারীদের শাস্তি চেয়েছে জাতিসংঘ। অবিলম্বে ভারত সরকারকে হত্যাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও আহ্বান জানিয়েছে জাতিসংঘ কর্তৃপক্ষ। সংস্থার মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের বরাত দিয়ে তার মুখপাত্র বলেন, ‘মিডিয়ায় ওই ভয়াবহ ঘটনা দেখানো হয়েছে। একটি মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। আমরা আশা করি ভারত সরকার ওই হত্যাকারীদের বিরুদ্ধে জলদি ব্যবস্থা নেবে।’ যদিও জাতিসংঘের আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।

তবে আসিফার ঘটনায় প্রধানমন্ত্রী দেরিতে প্রতিক্রিয়া জানানোয় সমালোচনা করেছেন দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী। এক টুইটবার্তায় তিনি বলেন- ‘প্রিয় প্রধানমন্ত্রী, দীর্ঘ নীরবতা ভঙ্গ করায় আপনাকে ধন্যবাদ জানাই। আপনি বলেছেন, আমাদের মেয়েরা বিচার পাবে। কিন্তু ভারতের জনগণ জানতে চায়, সেই বিচার কবে পাবে?’ যদিও বিজেপির কিছু নেতা বলছেন, কংগ্রেস ধর্ষণের ঘটনা নিয়ে রাজনীতি করছে। এদিকে জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি আসিফা ধর্ষণ ও হত্যার ঘটনায় বেকায়দায় পড়েছেন। টাইমস অব ইন্ডিয়া সূত্রে জানা যায়, মুখ্যমন্ত্রী জম্মু হাইকোর্টের প্রধান বিচারপতি রামলিঙ্গম সুধাকরণকে কাঠুয়া ধর্ষণ ও হত্যার বিচার জলদি নিষ্পত্তি করাতে আদালত বসানোর জন্য অনুরোধ জানাবেন। এর আগে জম্মুতে এমন কোনো আদালত বসানো হয়নি যা মাত্র ৯০ দিনের মধ্যে বিচারিক প্রক্রিয়া শেষ করবে। তবে আন্দোলনকারীরা দ্রুত বিচারের নামে প্রহসন সৃষ্টি না করার দিকে জোর দিয়েছেন।

ধর্ষক ও হত্যাকারীদের পক্ষে সাফাই গেয়ে সমালোচিত বিজেপির দুই এমপি গত শুক্রবার তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন রাজ্য মুখ্যমন্ত্রীর কাছে। যদিও এখন পর্যন্ত সেই পদত্যাগপত্র সাংগঠনিক প্রক্রিয়া অনুসারে অনুমোদন করা হয়নি।

পাঁচ বছর আগে নির্ভয়া নামের একটি মেয়েকে ধর্ষণের ঘটনায় গোটা ভারত প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছিল। ওই আন্দোলনের জেরে ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন করতে বাধ্য হয়েছিল ভারতের সংসদ। জানা যায়, গত ১০ জানুয়ারি আট বছর বয়সী আসিফা বানুকে অপহরণ করা হয়েছিল। অপহরণের পরদিন শিশুটিকে ধর্ষণ-পরবর্তী শ্বাসরোধে হত্যা করা হয়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ইতোমধ্যেই আটজনকে গ্রেফতার করা হয়েছে। তবে জম্মু-কাশ্মিরের রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে একটি পক্ষ হত্যাকারীদের পক্ষাবলম্বন করছে বলে অভিযোগ আছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads