• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

বিদেশ

গাজার সুড়ঙ্গ ধ্বংস করেছে ইসরাইল

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৬ এপ্রিল ২০১৮

গাজা-ইসরাইল সীমান্তের তলদেশে ফিলিস্তিনি সংগঠন হামাস নির্মিত সবচেয়ে দীর্ঘ এবং গভীর সুড়ঙ্গটি ধ্বংস করে দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী আভিগদর লিবারম্যানের বরাত দিয়ে বিবিসি জানায়, ইসরাইলি কর্তৃপক্ষ এ পর্যন্ত যতগুলো সুড়ঙ্গের সন্ধান পেয়েছে তার মধ্যে এই সুড়ঙ্গই সবচেয়ে বড়। ২০১৪ সালে গাজা যুদ্ধের সময় ওই সুড়ঙ্গটি খোঁড়া হয়েছিল বলে জানা যায়। তৎকালীন সময় ইসরাইল সেনাবাহিনী ৩০টির বেশি সুড়ঙ্গ ধ্বংস করে দিয়েছিল।

ইসরাইলের সেনাবাহিনী মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জোনাথন কনরিকাস বলেন, হামাস গাজার উত্তরের জাবালিয়া এলাকা থেকে ওই সুড়ঙ্গ খুঁড়েছিল। আর ইসরাইলের ভেতরে নাহাল ওজেড এলাকার দিকে সুড়ঙ্গটির মুখ ছিল, তবে সুড়ঙ্গটির মুখ আগে থেকেই বন্ধ ছিল। কয়েক কিলোমিটার দীর্ঘ এই সুড়ঙ্গটি অন্যান্য আরো কয়েকটি সুড়ঙ্গের সঙ্গে সংযুক্ত ছিল।

জানা যায়, এই সুড়ঙ্গ দিয়েই গাজায় বিভিন্ন পণ্য আনা-নেওয়া করা হতো। কারণ গাজায় ভূমির উপর দিয়ে কোনো কিছু আনা-নেওয়া ইসরাইলি সেনাবাহিনীর অনুমতি ছাড়া করা যায় না। বিগত কয়েক মাসের মধ্যে ইসরাইলি সেনাবাহিনী এ নিয়ে পঞ্চম সুড়ঙ্গ ধ্বংস করেছে। অন্যান্য সুড়ঙ্গ জঙ্গি দল ইসলামিক জিহাদ এবং হামাসসহ অন্যরা তৈরি করেছে বলে ইসরাইলি কর্তৃপক্ষ দাবি করেছে। গত বছর থেকেই ইসরাইল সুড়ঙ্গ অনুসন্ধানে নতুন প্রযুক্তি ব্যবহার করে আসছে। এই প্রযুক্তির আওতায় উল্লেখযোগ্য সংখ্যক সুড়ঙ্গ ধ্বংস করেছে ইসরাইলি বাহিনী।

এদিকে গাজা-ইসরাইল সীমান্তে তিন সপ্তাহের বেশি সময় ধরে চলা বিক্ষোভে গত রোববার ইসরাইলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নিহত ও কয়েকজন আহত হয়েছে বলেও জানা যায়। গত ৩০ মার্চে শুরু হওয়া এই বিক্ষোভ চলতি মাসের ১৫ তারিখ পর্যন্ত চলবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads