• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

বিদেশ

সিরিয়া থেকে দ্রুত সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৭ এপ্রিল ২০১৮

সম্প্রতি সিরিয়ার রাজধানী দামেস্কে বিমান হামলার পরও দেশটি থেকে যত জলদি সম্ভব সেনা প্রত্যাহার করতে চান ডোনাল্ড ট্রাম্প। গত রোববার হোয়াইট হাউজের প্রকাশিত এক বিবৃতিতে এমন বক্তব্য দেওয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের মিডিয়া ইউএসনিউজ।

হোয়াইট হাউজ মুখপাত্র সারাহ স্যান্ডার্স ওই বিবৃতিতে বলেন, ‘যুক্তরাষ্ট্রের নীতি পরিবর্তন হয়নি। প্রেসিডেন্ট পরিষ্কার যে তিনি যত দ্রুত সম্ভব সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রের সেনারা দেশে ফিরে আসুক। আমরা আইএসআইএস’কে পুরোপুরি ধ্বংস করতে এবং গোষ্ঠীটি যেন ফিরে আসতে না পারে সে ব্যাপারে বদ্ধপরিকর। আমরা আশা করি, আমাদের আঞ্চলিক মিত্র এবং অংশীদাররা সামরিক ও অর্থনৈতিকভাবে ওই অঞ্চলকে সুরক্ষিত করতে দায়িত্ব পালন করবে।’

হোয়াইট হাউজের এমন বিবৃতির পর সিরিয়ায় যুক্তরাষ্ট্রের উপস্থিতি নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর করা মন্তব্য প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ ফরাসি প্রেসিডেন্ট গত রোববারই বলেছিলেন, সিরিয়ায় যুক্তরাষ্ট্রের আরো দীর্ঘ সময় উপস্থিতির ব্যাপারে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে সম্মত করতে পেরেছেন।

ফরাসি টেলিভিশনে এক সাক্ষাৎকারে এর আগে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বলেছিলেন, ‘দশদিন আগে প্রেসিডেন্ট ট্রাম্প সিরিয়া থেকে আমেরিকান সৈন্যদের প্রত্যাহার করতে চেয়েছিলেন। আমরা তাকে সেনা উপস্থিতির ব্যাপারে বোঝাতে সমর্থ হয়েছি। আমি আপনাকে নিশ্চিত করছি, আমরা তাকে সিরিয়ায় দীর্ঘমেয়াদে উপস্থিতির ব্যাপারে বোঝাতে পেরেছি।’

হোয়াইট হাউজ সূত্রে জানা যায়, বর্তমানে সিরিয়ায় প্রায় দুই হাজারের অধিক আমেরিকান সেনা মোতায়েন আছে। সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট এবং রিপাবলিকান শিবিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এর আগে এক বিবৃতিতে হোয়াইট হাউজ জানিয়েছিল, প্রেসিডেন্ট ট্রাম্প সেনা প্রত্যাহারের ইচ্ছা করলেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক নির্দেশ আসেনি।

এদিকে দামেস্কে পশ্চিমা বিমানবাহিনীর হামলার পর প্রেসিডেন্ট বাশার আল আসাদ জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে দোষারোপ করেন। যুক্তরাজ্য, ফ্রান্স এবং যুক্তরাষ্ট্র সিরিয়া এবং তার মিত্র রাশিয়ার বিরুদ্ধে মিথ্যার রাজনীতি করছে বলেও তিনি অভিযোগ করেন। গত রোববার সন্ধ্যায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সিরিয়া ইস্যুতে ফোনালাপ হয়েছে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির। ওই ফোনালাপের পরই মূলত পুতিন পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে হামলার পাল্টা হুমকি দেন। পশ্চিমা দেশগুলোর সিরিয়া হামলার কারণে বিশ্বে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads