• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

বিদেশ

কিলিমাঞ্জারো জয় ৭ বছরের সামান্যুর

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৭ এপ্রিল ২০১৮

আফ্রিকার সর্বোচ্চ পর্বত ‘মাউন্ট কিলিমাঞ্জারো’ জয় করেছে সাত বছরের সামান্যু পোথুরাজ। সমুদ্রপৃষ্ঠ থেকে ৫ হাজার ৮৯৫ মিটার উঁচু ঘুমন্ত এই আগ্নেয়গিরি আফ্রিকার তানজানিয়ায়। গোটা মহাদেশের এটিই সর্বোচ্চ পর্বত। দেশটির গণমাধ্যম এনডিটিভি এ খবর দিয়েছে।

চলতি মাসের ২ তারিখ কিলিমাঞ্জারোর উহুরু শৃঙ্গে ওঠে সামান্যু। সঙ্গে ছিলেন তার মা লাবণ্য, প্রশিক্ষক থাম্মিনেনি ভারত, সাঙ্গাবান্দি শ্রুজানা নামে এক পর্বতারোহীসহ আরো এক নারী। এ ছাড়াও ছিলেন তানজানিয়ার এক স্থানীয় চিকিৎসক। তবে মাঝপথে অসুস্থ হয়ে পড়লে সামান্যুর মা লাবণ্যকে ফিরে যেতে হয়। আরোহীরা সবাই হায়দ্রাবাদের বাসিন্দা।

২৯ মার্চ বেজ পয়েন্ট থেকে যাত্রা শুরু করে সামান্যুরা। পাঁচ দিন লাগে শৃঙ্গে পৌঁছতে। সামান্যু জানিয়েছে, পর্বতে পৌঁছানোর দিন বৃষ্টি পড়ছিল আর রাস্তা ছিল পাথরে ভর্তি। ওঠার সময় সে পায়ে বেশ ব্যথা পাচ্ছিল। তবে ব্যথার চেয়েও ভয় করছিল বেশি বলে সামান্যু জানায়। কিন্তু কিছুক্ষণ পর পর বিশ্রাম নিতে নিতে উপরে পৌঁছে যায় সে। বরফ তার খুব ভালো লাগে, তাই কিলিমাঞ্জারোয় যেতে চেয়েছিল সে।

সামান্যু আরো বলেছে, তেলেগু নায়ক পবন কল্যাণ তার খুব প্রিয়। মা বলেছিলেন, বিশ্বরেকর্ড করার চেষ্টা করলে পবন কল্যাণের সঙ্গে তার দেখা করিয়ে দেবেন। এখন সে অপেক্ষা করছে প্রিয় নায়কের সঙ্গে দেখা করার জন্য। আগামী মাসে অস্ট্রেলিয়ার একটি পর্বতে উঠবে সে বিশ্বরেকর্ড গড়ার জন্য। তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এই পর্বতারোহী পড়ালেখাতেও বেশ ভালো। তার প্রিয় বিষয় কম্পিউটার।

মা লাবণ্য বলেন, স্বাস্থ্যের কারণে তাকে মাঝপথে যাত্রা বিরতি দিতে হলেও ছেলের এই অর্জনে তিনি ভীষণ খুশি। জানিয়েছেন, আগামী মে মাসে অস্ট্রেলিয়ার ১০টি শৃঙ্গে চড়ে বিশ্বরেকর্ড গড়ার চেষ্টা করবে তার ছেলে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads