• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯

বিদেশ

রুশ সাইবার হামলার আশঙ্কায় সরগরম ব্রিটিশ গণমাধ্যম

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৭ এপ্রিল ২০১৮

যুক্তরাজ্যের মূলধারার গণমাধ্যম টেলিগ্রাফ, ডেইলি মেইল এবং মিররসহ বেশ কিছু দৈনিকের গতকাল সোমবারের প্রধান খবর ছিল রাশিয়ার সাইবার যুদ্ধ নিয়ে আতঙ্ক। সিরিয়ায় যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য ও ফ্রান্স জোটের বিমান অভিযানের প্রেক্ষিতে সাইবার হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে দেশটির গণমাধ্যমগুলো। বিবিসি এ খবর দিয়েছে।

লন্ডনের টেলিগ্রাফের আজকের ব্যানার- ‘ব্রিটেনের বিরুদ্ধে সাইবার যুদ্ধ শুরু করছে রাশিয়া’। উচ্চ পদস্থ সরকারি সূত্রকে উদ্ধৃত করে টেলিগ্রাফ লিখেছে, গত শনিবার সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলার পর থেকে ক্রেমলিনের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বেনামি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে অনলাইনে ‘ভুয়া খবর’-এর সরবরাহ ২০ গুণ বেড়ে গেছে। ফলে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এগুলোকে সর্বাত্মক সাইবার যুদ্ধের আলামত হিসেবে বিবেচনা করছে।

ডেইলি এক্সপ্রেস পত্রিকা লিখেছে, ব্রিটিশ গোয়েন্দারা আশঙ্কা করছেন বিমানবন্দর, রেলের নেটওয়ার্ক, হাসপাতাল, পানি-বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ সাইবার হামলার প্রধান টার্গেট হতে পারে। যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞ অধ্যাপক মাইকেল ক্লার্ককে উদ্ধৃত করে ডেইল মিরর পত্রিকা বলছে, পাল্টা ব্যবস্থা হিসেবে রাশিয়া সামরিক পথ নেবে বলে মনে হয় না। ফলে সাইবার যুদ্ধের দিকে এগিতে যেতে পারে দেশটি। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে এ ধরনের কিছু ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়।

অধ্যাপক ক্লার্ক বলেন, এই সাইবার হামলার শিকার সবাই হতে পারে। বিদ্যুৎ চলে যেতে পারে, পানি সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে কিংবা রেল যোগাযোগ ব্যাহত হতে পারে বলেও তিনি মনে করেন। সবচেয়ে খারাপ যা হতে পারে তা হলো, মাঝ আকাশে ব্রিটিশ কোনো বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা। গত মাসে ব্রিটেনের সামরিক গোয়েন্দা প্রধান জেনারেল স্যার ক্রিস ডেভরেল হুশিয়ার করেছিলেন, বিমানবন্দরগুলোর নিয়ন্ত্রণ ব্যবস্থা পঙ্গু করে দেওয়ার ক্ষমতা রাশিয়া অর্জন করেছে।

ডেইলি মেইল পত্রিকা ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র উল্লেখ করে বলছে ব্রিটিশ এমপি, মন্ত্রী এবং গুরুত্বপূর্ণ সরকারি লোকজনের বিরুদ্ধে বিব্রতকর তথ্য ছড়ানো নিয়ে সরকারের ভেতর আশঙ্কা তৈরি হয়েছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন গত রোববার বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে সাইবার যুদ্ধের হুমকির কথা স্বীকার করেছেন। তিনি বলেন, সরকার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগনও বলছে, রাশিয়া থেকে অনলাইনে উসকানিমূলক ‘মিথ্যা প্রচারণা’ গত দুদিনে ২০০০ গুণ বেড়ে গেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads