• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

বিদেশ

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৭ এপ্রিল ২০১৮

ইন্দোনেশিয়ার মলুকা সাগর তলদেশে গতকাল সোমবার একটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৯। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ কথা জানায় বলে রয়টার্সের খবরে জানা যায়। তবে এ প্রাকৃতিক দুর্যোগে সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি।

মার্কিন সংস্থা জানায়, কোতা তার্নাতের প্রায় ৮৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে সাগরের তলদেশের ৩৬.৫ কিলোমিটার গভীরে স্থানীয় সময় ভোর সাড়ে ৪টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানায়, এতে সুনামির কোনো হুমকি নেই এবং তাৎক্ষণিকভাবে ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, ২০০৪ সালে সমুদ্র তলদেশে শক্তিশালী এক ভূমিকম্পের আঘাতে সৃষ্ট সুনামিতে আচেহ প্রদেশে এক লাখ ৭০ হাজারের বেশি লোকের প্রাণহানি ঘটে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads