• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

ব্রুনাইয়ে নিযুক্ত রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল (অব.) মাহমুদ হোসেন গত রোববার বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করেন

ছবি : বিজ্ঞপ্তি

প্রবাস

ব্রুনাইয়ে বাংলা নববর্ষ উদযাপন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৭ এপ্রিল ২০১৮

ব্রুনাইয়ে বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে উৎসবের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে বাংলা নববর্ষ। দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল (অব.) মাহমুদ হোসেন গত রোববার বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় বর্ণিল পোশাকে শিশু-কিশোরদের উচ্ছ্বাসপূর্ণ উপস্থিতিতে হাইকমিশন প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে। ঢোল, একতারা, বাঁশি, মুখোশ, কুলা আর বাংলার ঐতিহ্যের নানা সামগ্রী অনুষ্ঠানে আগতদের মধ্যে আবেগ জাগিয়ে তোলে।

‘এক বাংলাদেশি এক ব্রুনাইয়ান’- এই স্লোগান নিয়ে বিদেশিরাও এই প্রাণের মেলায় স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন। এতে বিভিন্ন সংগঠন দেশীয় খাবার ও পোশাকের স্টল সাজিয়ে বসে। সঙ্গীত, নৃত্য, আবৃত্তিসহ বিভিন্ন পরিবেশনার মাধ্যমে প্রবাসী শিল্পীরা সবাইকে দিনভর মাতিয়ে রাখেন। অতিথিদের মধ্যে ব্রুনাই দারুসসালাম বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মো. মোস্তফা রেজা আলী ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বৈশাখী র্যাফেল ড্র। বিজ্ঞপ্তি। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads