• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

বিদেশ

আজ দৌমায় যাবেন তদন্তকারীরা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৮ এপ্রিল ২০১৮

সিরিয়ায় রাসায়নিক হামলার স্থান দৌমা পরিদর্শনের অনুমতি পাচ্ছেন তদন্তকারীরা। স্থানীয় সময় বুধবার তদন্তকারীরা যেসব স্থানে রাসায়নিক হামলা চালানো হয়েছে সেখানে যেতে পারবেন বলে নিশ্চিত করেছে রাশিয়া। রাসায়নিক হামলার ঘটনা তদন্তে অর্গানাইজেশন অব কেমিক্যাল ওয়েপনস (ওপিসিডব্লিউ) শনিবারই সিরিয়ায় পৌঁছে। কিন্তু সে সময় তাদের দৌমা পরিদর্শনের অনুমতি দেওয়া হয়নি। খবর বিবিসি।

রাশিয়ার মতে- যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ফ্রান্স সেখানে হামলা চালানোর কারণে তদন্ত কাজে বিভিন্ন ধরনের জটিলতা শুরু হতে পারে। এ কারণে তদন্ত প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তদন্ত কাজকে অন্যদিকে প্রভাবিত করার জন্যই তারা জোট হয়ে হামলা চালিয়েছে বলে অভিযোগ দেশটির। বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা দৌমায় গত ৭ এপ্রিল সিরিয়া সরকার রাসায়নিক গ্যাস হামলা চালায় বলে অভিযোগ করে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। তবে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ এ অভিযোগ নাকচ করে দিয়েছেন। এ ছাড়া সিরিয়া ও এর মিত্র রাশিয়া কোনো রাসায়নিক হামলার ঘটনা ঘটেনি বলে দাবি করেছে।

রাশিয়ার মতে, রাসায়নিক হামলার বিষয়টি বানোয়াট। কারা এ হামলা চালিয়েছে কিংবা আদৌ কোনো হামলা হয়েছে কি না, তা নিশ্চিত না হলেও এর জন্য সিরিয়া সরকারকে দায়ী করে দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স। এ হামলায় বেসামরিকসহ বহু লোক নিহত হয়েছেন। অর্গানাইজেশন অব দ্য প্রহিবিশন অব কেমিক্যাল উইপন্সের তদন্তকারীরা রাজধানী দামেস্কে অবস্থান করে তদন্ত শুরু করার অপেক্ষায় আছেন।

দৌমা বর্তমানে সিরিয়া সরকার ও রাশিয়ার সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে। রাশিয়ার কথা অনুযায়ী কথিত হামলার ১১ দিন পর বুধবার তদন্তকারীরা সেখানে যাচ্ছেন। দৌমা পরিদর্শনে গিয়ে মাটি ও অন্যান্য নমুনা সংগ্রহ করবেন তারা। হামলায় কোনো রাসায়নিক ব্যবহূত হয়ে থাকলে তা শনাক্তে সহায়তা করবে নমুনাগুলো। ওপিসিডব্লিউতে নিয়োজিত যুক্তরাষ্ট্রের দূত উদ্বেগ প্রকাশ করে বলেন, রাশিয়া হয়তো আগেই ওই এলাকা পরিদর্শন করেছে যেন তদন্ত বাধাগ্রস্ত হয়। তারা প্রমাণ নষ্টের চেষ্টা করে থাকতে পারে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads