• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

বিদেশ

বাণিজ্যিক করিডোর নিয়ে চীনের নয়া পরিকল্পনা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৯ এপ্রিল ২০১৮

চীনের ওয়ান বেল্ট অ্যান্ড ওয়ান রোড পলিসিতে নতুন পরিকল্পনা যুক্ত হয়েছে বলে আন্তর্জাতিক অর্থনৈতিক বিশেষজ্ঞদের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি। গতকাল বুধবার ভারত-নেপাল-চীন নতুন বাণিজ্যিক করিডোর পরিকল্পনা উত্থাপন করা হয়েছে চীনের পক্ষ থেকে। নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ কুমার গায়ওয়ালির সঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং শির বৈঠকের পর এমন প্রস্তাব আসে। এনডিটিভির মতে, এমন বাণিজ্যিক করিডোরের মধ্য দিয়ে চীন হিমালয়ের বিস্তৃত অঞ্চল ও নেপালের ওপর প্রভাব বিস্তার করতে চাইছে।

এক যৌথ সংবাদ সম্মেলনে ওয়াং শি বলেন, ‘হিমালয় অঞ্চলে দীর্ঘমেয়াদি বহুমুখী নেটওয়ার্ক বিস্তারে কাজ করতে চীন এবং নেপাল সম্মত হয়েছে।’ নেপালের সর্বশেষ নির্বাচনে কেপি শর্মার দল ক্ষমতায় আসার পরই গায়ওয়ালির চীন সফর করেন। ইতোমধ্যে দেশ দুটি বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের আওতায় কয়েক বিলিয়ন ডলারের চুক্তি করেছে। এই চুক্তির অধীন দীর্ঘমেয়াদে দুই দেশের মধ্যে বন্দর, রেলওয়ে, হাইওয়ে, বিমান, জ্বালানি এবং যোগাযোগ খাতে প্রভূত কাজ করা হবে।

সংবাদ সম্মেলনে ওয়াং তিন দেশের মধ্যকার সহযোগিতাপূর্ণ সম্পর্ক উন্নয়নের ব্যাপারে জোর দেন। বেইজিং এবং নয়াদিল্লিকে পারস্পরিক সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে এগিয়ে আসা উচিত বলেও তিনি মনে করেন। ভারত প্রশ্নে তিনি বলেন, ‘চীন, নেপাল এবং ভারত প্রাকৃতিকভাবেই বন্ধু এবং অংশীদার। আমরা পাহাড় এবং নদী দিয়ে সম্পর্কযুক্ত প্রতিবেশী। বিশ্বে যাই ঘটুক না কেন এই তিন দেশের মধ্যকার বাস্তবতা পরিবর্তন হবে না। চীন এবং ভারতের মধ্যকার বোঝাপড়ার ভিত্তিতেই নেপালের উন্নয়নে সমর্থন দেওয়া উচিত। অগ্রগণ্য দুটি অর্থনীতির দেশ হিসেবে চীন এবং ভারত তাদের প্রতিবেশী নেপালের উন্নয়নে মুনাফা সরবরাহ করবে।’

ভারতের রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নেপালের বর্তমান প্রধানমন্ত্রী কেপি শর্মা চীনপন্থি। ২০১৬ সালে চীনের সঙ্গে ট্রানজিট চুক্তি করে ভারতের ওপর দীর্ঘদিনের নির্ভরতার অবসান করেন তিনি। ভারত থেকে জ্বালানি এবং অন্যান্য অনেক সুবিধা নিয়মিত নেয় নেপাল। এখন পর্যন্ত চীনের এই নতুন পরিকল্পনা নিয়ে ভারতের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads