• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯

বিদেশ

ভারতে বরযাত্রীবাহী বাস নদীতে পড়ে নিহত ২১

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৯ এপ্রিল ২০১৮

ভারতের মধ্যপ্রদেশে সেতু ভেঙে বরযাত্রীবাহী একটি বাস নদীতে পড়ে গেলে অন্তত ২১ জন নিহত হন। এ ছাড়া আহত হয়েছেন আরো ২০ জন। স্থানীয় সময় মঙ্গলবার রাতে রাজ্যের রাজধানী ভুপাল থেকে ৫৬০ কিলোমিটার দূরে সিধি জেলায় সোন নদীতে এ দুর্ঘটনা ঘটে। খবর টাইমস অব ইন্ডিয়া।

সিধি জেলা সদর থেকে ৪২ কিলোমিটার দূরবর্তী স্থানে রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। সিধি জেলা প্রশাসক দিলীপ কুমার জানান, সিংগ্রাউলি থেকে বিয়ে বাড়িতে যাওয়ার সময় বাসটি সেতুর রেলিং ভেঙে ৬০ থেকে ৭০ ফুট নিচে সোন নদীতে পড়ে যায়। এতে ৪৫ জনের বেশি বরযাত্রী ছিল। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে উদ্ধারকর্মীরা। বাসের ভেতরে অনেকেই আটকা পড়ায় তাদের বের করে আনতে সময় লাগে। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি নিহত প্রত্যেকের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে সহায়তার ঘোষণা দিয়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads