• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

বিদেশ

পশ্চিমবঙ্গে ঝড়ে ১৩ জনের মৃত্যু

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৯ এপ্রিল ২০১৮

বজ্রপাত ও ঝড়ে ভারতের পশ্চিমবঙ্গে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় কলকাতা, হুগলি, হাওড়া ও বাঁকুড়ার ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখীতে এ হতাহতের ঘটনা ঘটে। খবর এনডিটিভি। 

এ সময় বাতাসের গতিবেগ ছিল ৮০ থেকে ১০০ কিলোমিটার। ঝড়োবাতাসে দেড় শতাধিক গাছ উপড়ে পড়ায় সড়ক চলাচলেও বিঘ্ন ঘটে। মেট্রো ও ট্রেন যোগাযোগ ব্যাহত হয়। নির্ধারিত সময়ের অনেক পরে অবতরণ করে বেশ কয়েকটি বিমান। ঝড়ে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়া ও তার ছিঁড়ে যাওয়ায় অনেক এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া ধসে পড়ে অন্তত দুটি ভবন।

ঝড়ে হাওড়া রেলস্টেশনের ১৯ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের ছাদে ভেঙে পড়ে বঙ্কিম সেতুর রেলিংয়ের একটি অংশ। পূর্ব রেলের হাওড়া-বর্ধমান কর্ড ও মেইন লাইন ছাড়াও দক্ষিণ-পূর্ব রেলে ব্যাহত হয় ট্রেন চলাচল।  লিলুয়ায় গ্রিডের সংযোগ বিকল হয়ে যায়, গাছ পড়ে যায় হিন্দমোটরে। বন্ধ হয়ে যায় মেট্রো চলাচল। ফলে ভোগান্তিতে পড়েন অফিস-ফেরত মানুষ। ঝড়ের কারণে কলকাতার সুভাষচন্দ্র বিমানবন্দরেও প্লেন ওঠা-নামায় বিঘ্ন ঘটে। এ ছাড়া রাজ্যের বিভিন্ন এলাকায় ঝড়ে ঘরবাড়ি ও গাছপালা ছাড়াও ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। আবহাওয়া কর্মকর্তারা বলছেন, গত কয়েক দশকের মধ্যে বজ্রসহ ঝড়ের এই তীব্রতা দেখা যায়নি। এ ধরনের কালবৈশাখী ঝড় আরো হতে পারে বলে জানান তারা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads