• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯

বিদেশ

ধর্ষণকে রাজনীতির সঙ্গে মেলাবেন না : মোদি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২০ এপ্রিল ২০১৮

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ধর্ষণ ধর্ষণই- একে রাজনীতির সঙ্গে মেলাবেন না। স্থানীয় সময় বুধবার লন্ডনের ওয়েস্টমিনস্টারের আইকনিক সেন্ট্রাল হলে ভারতীয় প্রবাসীদের এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। খবর এনডিটিভি।

এমন এক সময় তিনি এ কথা বললেন, যখন জম্মু ও কাশ্মিরের কাঠুয়া ধর্ষণকাণ্ডসহ বেশ কয়েকটি ধর্ষণের ঘটনায় ভারতজুড়ে আন্দোলন চলছে। মোদি বলেন, ‘যখন একটি শিশু ধর্ষণের শিকার হয়, তখন এটিকে আমরা কোন সরকারের আমলে কয়টি ধর্ষণ হয়েছে তার সঙ্গে মেলাতে পারি না। ধর্ষণ ধর্ষণই- আমরা কীভাবে এটাকে মেনে নিতে পারি?’

সমস্ত যৌন নিপীড়নের ঘটনা ভারতের জন্য লজ্জাজনক। আমাদের দেশে সবসময় নারীদেরই প্রশ্নের মুখে পড়তে হয়। শুধু মেয়েদেরই কেন জিজ্ঞেস করা হয় তারা কেন দেরি করে বাড়ি ফিরেছে? কেন ছেলেদেরও এই একই কথা জিজ্ঞেস করা হয় না? মনে রাখতে হবে ধর্ষণের মতো নৃশংস কাণ্ডেও কারো না কারো ছেলেই মূল অভিযুক্ত। একটি কন্যার ধর্ষণের শিকারের ঘটনা দেশের জন্য উদ্বেগ ও লজ্জার বিষয়। বুধবার মোদি লন্ডনে পৌঁছালে একদল ভারতীয় কাঠুয়ার নির্যাতিত বালিকাটির ছবি ও পোস্টার নিয়ে তার সামনে বিক্ষোভ করেন। পোস্টারে লেখা ছিল-মোদি গো ব্যাক, ইউনাইটেড এগেইনস্ট মোদি। ডাউনিং স্ট্রিটের বাইরে ও পার্লামেন্টের সামনে চলে বিক্ষোভ।

বিরোধী দল কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী দেশজুড়ে ধর্ষণের নানা ঘটনায় মোদি ও তার দলের নিশ্চুপতার সমালোচনা করেছেন। সোমবার এক টুইটার বার্তায় রাহুল বলেন,  ২০১৬ সালে দেশে শিশু ধর্ষণের ১৯ হাজার ৬৭৫টি ঘটনা ঘটেছে। কাঠুয়া ও উন্নাও নিয়ে মোদিকে বিঁধেছেন সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংও। তিনি প্রধানমন্ত্রী থাকার সময় বিভিন্ন ইস্যুতে নানা সময়ে তাকে মৌন-মোহন সিং বলে কটাক্ষ করতেন মোদি। সেই কটাক্ষই উত্তরসূরিকে ফিরিয়ে দিয়ে মনমোহন বলেন, প্রধানমন্ত্রী আমায় যে পরামর্শ দিয়েছে, এখন তার উচিত সেটাই অনুসরণ করা। আরো বেশি করে মুখ খুলুন।

২০১২ সালে নির্ভয়াকাণ্ডের পর, মনমোহন সরকার ধর্ষণ আইনে ব্যাপক পরিবর্তন এনেছিল। এবারো শাসক শিবিরকে কঠিন হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি যদি শুরু থেকে কঠোর হাতে বিষয়টির উপর নিজে নজরদারি করতেন, তাহলে  বিচার প্রক্রিয়ায় বিলম্বিত ও পরিস্থিতি জটিল হয়ে যেত না।

তার মতে, শরিক বিজেপির চাপেই মেহবুবা তা করতে পারেননি। একটি আট বছরের মেয়েকে যেভাবে কয়েক সপ্তাহ মন্দিরে আটকে  রেখে ধর্ষণ করা হয়েছে, তা সত্যিই দুঃখজনক। যে শিশু যে নিজের ডান ও বাঁ হাত কোনটা বুঝে উঠতে পারেনি, সে কীভাবে হিন্দু ও মুসলিম বুঝবে। তিনি অভিযোগ করে বলেন, সবটাই বিজেপির সাম্প্রদায়িকতা উসকে দেওয়ার চেষ্টা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads