• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯

বিদেশ

অসুস্থ স্ত্রীর পাশে নওয়াজ শরীফ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২০ এপ্রিল ২০১৮

লন্ডনে চিকিৎসারত স্ত্রী কুলসুম নওয়াজকে দেখতে গত বুধবার সন্ধ্যায় হাসপাতালে যান পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এ সময় মেয়ে মরিয়ম নওয়াজ তার সঙ্গে ছিলেন। লন্ডনে তিনি পাঁচ দিন থাকবেন বলে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে।

হাসপাতালে মায়ের সঙ্গে দেখা করার পর মরিয়ম টুইট করেন, ‘পাঁচ মাস পর আম্মির সঙ্গে দেখা হলো। দীর্ঘ পাঁচ মাস; তিনি আরো দুর্বল আর ম্লান হয়ে গেছেন। আল্লাহ তার সহায় হোন।’ পাকিস্তান ছাড়ার আগেও তিনি টুইটে জানিয়েছিলেন, তার মাকে আবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ জন্যই লন্ডন যাচ্ছেন তারা। কণ্ঠনালি ক্যানসারে আক্রান্ত কুলসুম নওয়াজকে গত সাত মাস ধরে লন্ডনে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে তাকে ছয়বার কেমোথেরাপি দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

মেয়েকে নিয়ে পাকিস্তান ত্যাগ করার সঙ্গে সঙ্গেই অনেকেই মন্তব্য করেছিলেন, নওয়াজ দেশ ত্যাগ করেছেন। তবে দেশত্যাগের আগে সাংবাদিকদের নওয়াজ বলেন, খুব শিগগিরই তিনি ফিরে আসছেন। তবে তার ফেরার সময় নির্ধারণ করা হয়নি বলে পারিবারিক সূত্রে জানানো হয়েছে। গত বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় কাতার এয়ারলাইনসের ফ্লাইটে ওঠেন তারা।

প্রসঙ্গত, গত শুক্রবার সুপ্রিম কোর্ট নওয়াজ শরিফকে যেকোনো রাষ্ট্রীয় পদে আজীবনের জন্য অযোগ্য ঘোষণা করে। পাঁচ বিচারপতির বেঞ্চ সর্বসম্মতভাবে এ রায় দেন। আদালত রায়ে জানান, নওয়াজ শরিফ নির্বাচনে অংশগ্রহণ বা পার্লামেন্টের সদস্য হতে পারবেন না।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads