• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

বিদেশ

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ৩

  • প্রকাশিত ২০ এপ্রিল ২০১৮

ইন্দোনেশিয়ায় স্বল্পমাত্রার ভূমিকম্পে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া তিনশ’রও বেশি বাড়ি ধসে পড়েছে। ফলে গৃহহীন হয়ে পড়েছে দুই হাজারের বেশি মানুষ। স্থানীয় সময় বুধবার মধ্যরাতে জাভা প্রদেশের বানজারনেগারাতে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। খবর বিবিসি।   

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রদেশের কেবুম্যান জেলার ৩২ মাইল উত্তরে ভূপৃষ্ঠের দুই দশমিক ৪ মাইল গভীরে। ভূমিকম্পে আহত হয়েছেন ২১ জন। নিহতের মধ্যে ১৩ বছর বয়সী এক কিশোর রয়েছে। দেশটির দুর্যোগ মন্ত্রণালয় ভূমিকম্পে বিধ্বস্ত এলাকায় দুই সপ্তাহের জরুরি অবস্থা ঘোষণা করেছে। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জাতীয় উদ্ধার সংস্থা জানিয়েছে, বাড়িঘর ধসে পড়ায় এই হতাহতের ঘটনা ঘটে। ভূমিকম্পে ঘরবাড়ি হারা লোকজনকে সাময়িক আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে। প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ার অঞ্চলে অবস্থিত হওয়ায় ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প আঘাত হানে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads