• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯

বিদেশ

ক্ষমা চেয়েছে বাস্ক বিদ্রোহীরা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২১ এপ্রিল ২০১৮

ইউরোপীয় অঞ্চলের স্বাধীনতাকামী বাস্ক বিদ্রোহীরা তাদের সহিংসতার জন্য ক্ষমা চেয়েছে। প্রায় চার দশকের সংগ্রাম শেষে তাদের সংগঠন ইটিএ নিহত ব্যক্তিদের পরিবারগুলোর প্রতি ক্ষমা প্রার্থনা করেছে এবং তাদের কারণে হওয়া দুর্ভোগের জন্য অনুতপ্ত হওয়ার কথা জানিয়েছে। গতকাল শুক্রবার ইটিএর পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে তারা ক্ষমা চায়।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম গার্ডিয়ান লিখেছে, বাস্ক বিদ্রোহীদের সশস্ত্র সংগ্রাম চলাকালে প্রায় ৮০০ মানুষ তাদের হাতে নিহত হয়েছে। তারা স্পেনের একজন প্রধানমন্ত্রীকেও হত্যা করেছিল। নিজেদের করা সহিংসতার জন্য ক্ষমা প্রার্থনার পাশাপাশি স্পেনের সেনাবাহিনীরও সমালোচনা করেছে সংগঠনটি। দশকের পর দশক ধরে চালানো সহিংসতায় দুর্ভোগ ও রক্তপাতের জন্য শর্তহীন ক্ষমা প্রার্থনা চেয়ে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, আমরা জানি সশস্ত্র সংগ্রাম চলাকালে দীর্ঘ সময়ের মধ্যে বহু তীব্র বেদনাদায়ক ঘটনা ঘটেছে। যেসবের অনেকগুলোরই কোনোদিন ক্ষতিপূরণ করা সম্ভব নয়। আমরা জানি, সশস্ত্র সংগ্রামের জন্য অপরিহার্য সিদ্ধান্তগুলো বাস্তবায়িত করতে গিয়ে অনেক সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা ওই মানুষ ও পরিবারগুলোর কাছে ক্ষমা চাইছি। আমরা বুঝি যে আমাদের এই বক্তব্য তাদের যন্ত্রণা কমাবে না। তবুও আমরা তাদেরকে জানাতে চাই, আর কোনো দুর্ভোগের কারণ হব না আমরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads