• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

বিদেশ

যুক্তরাষ্ট্রে ৮৩ বছর বয়সীর মৃত্যুদণ্ড কার্যকর

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২১ এপ্রিল ২০১৮

যুক্তরাষ্ট্রের আলাবামা রাজ্যে গত বৃহস্পতিবার ওয়াল্টার মুডি নামের ৮৩ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বোমা হামলা চালিয়ে এক মার্কিন বিচারক ও এক অ্যাটর্নিকে হত্যা করায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল বলে বিবিসির খবর বলা হয়।

মৃত্যুদণ্ড তথ্যকেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী আধুনিক যুক্তরাষ্ট্রের ইতিহাসে মুডিই হচ্ছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত সবচেয়ে বয়স্ক ব্যক্তি। এর আগে ২০০৫ সালে ৭৭ বছর বয়সে জন নিক্সন নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আলাবামা গভর্নর কে আইভির দফতরের এক বিবৃতিতে বলা হয়, ১৯৪৯ সালে ফেডারেল বিচারক রবার্ট ভেন্সকে হত্যার দায়ে ওয়াল্টার লিরয় মুডির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

রাজ্যের অ্যাটর্নি জেনারেল স্টিভ মার্শাল এক বিবৃতিতে বলেন, একই বোমা হামলায় জর্জিয়ার এক অ্যাটর্নি নিহত হওয়ায় মুডিকে দোষী সাব্যস্ত করা হয়েছিল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads