• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

বিদেশ

ভারতের সুপ্রিম কোর্টের ওয়েবসাইট হ্যাক্ড

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২১ এপ্রিল ২০১৮

ভারতের সুপ্রিম কোর্টের ওয়েবসাইট গত বৃহস্পতিবার সন্ধ্যা  থেকে বন্ধ রয়েছে। হ্যাক হয়ে যাওয়ায় এমনটি হয়েছে বলে জানিয়েছে দেশটির ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমস। এনডিটিভি জানিয়েছে, সামাজিক মাধ্যমগুলোয় কয়েকজন ইউজার হ্যাক হয়ে যাওয়া সাইটটির একটি স্ক্রিনশট শেয়ার করেছেন। ওই ছবিতে লেখা আছে, ‘উচ্চ প্রযুক্তির ব্রাজিলীয় দল এটা হ্যাক করেছে।’ টুইটার ও হোয়াটস অ্যাপে বহু মানুষ ছবিটি শেয়ার করেছেন।

খবরে বলা হয়, ভারতেরই একজন বিচারকের মৃত্যুর তদন্তের দরকার নেই বলে সুপ্রিম কোর্ট রায় দেওয়ার ৩০ মিনিট পর সেটির ওয়েবসাইট অকেজো করে দেওয়া হয়। প্রযুক্তি কর্মকর্তারা সাইটটি হ্যাক করার চেষ্টা লক্ষ্য করলে সেটি বন্ধ করে দেন বলে সুপ্রিম কোর্টের একটি সূত্র নিশ্চিত করেছে। প্রায় দুই সপ্তাহ আগে ভারতের কয়েকটি মন্ত্রণালয়ের ওয়েবসাইট চীনের হ্যাকাররা অকেজো করে দিয়েছিল বলে অভিযোগ করা হয়েছিল।

কিন্তু তখন দেশটির সাইবার নিরাপত্তা প্রধান গুলশান রাই দাবি করেন, যন্ত্রাংশের সমস্যার কারণে তাদের ১০টি ওয়েবসাইট অকেজো হয়ে গেছে। ভারতের ক্রিমিনাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের বিচারক বিএইচ লয়ার মৃত্যু বিষয়ে স্বাধীন তদন্ত করার আবেদন বৃহস্পতিবার নাকচ করে দেন দেশটির সর্বোচ্চ আদালত। ওই বিচারক সোহরাবুদ্দিন শেখ নামের এক অপরাধীর ‘পুলিশি ক্রসফায়ারে’ মৃত্যুর বিচারের শুনানি করছিলেন। সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়, স্বাভাবিক কারণেই বিচারকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads