• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

বিদেশ

অবসর ভাতা নিয়ে সহিংসতা নিহত ১০

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২২ এপ্রিল ২০১৮

নিকারাগুয়ায় অবসর ভাতা ব্যবস্থা পরিবর্তনের দাবিতে গত তিন দিন ধরে চলা সহিংসতায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার বিবিসি প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়।

বুধবার অবসরভোগীরা রাজধানী মানাগুয়ার রাস্তায় নেমে এলে সহিংসতা শুরু হয়। পরের দিন তাদের সঙ্গে যোগ দেয় হাজার হাজার শিক্ষার্থী ও কর্মচারী। সহিংসতায় অন্তত ১০০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন বিক্ষোভকারী ও একজন পুলিশ সদস্য। শুক্রবার মানাগুয়াতে বিক্ষোভ সহিংসতায় রূপ নিলে এই হতাহতের ঘটনা ঘটে। এদিন রাতেও কয়েকটি শহরে বিক্ষোভ হয়।

২০০৭ সালে প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা ক্ষমতা গ্রহণের পর দেশটিতে এটিই সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ। ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিলো এই সহিংসতাকে রক্তচোষা বলে মন্তব্য করেছেন। সঙ্কট নিরসনে আলোচনার জন্য সরকার প্রস্তুত বলেও জানান তিনি। সমপ্রতি অবসর ভাতায় সার্বিক সুবিধা কমাতে আইন প্রণয়ন করে দেশটির সরকার।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads