• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯

বিদেশ

সবচেয়ে প্রবীণ মানুষের মৃত্যু

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৩ এপ্রিল ২০১৮

বিশ্বের সবচেয়ে প্রবীণ মানুষ মারা গেছেন। নাবি তাজিমা নামের ওই জাপানি নারী স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় মারা যান। তার বয়স হয়েছিল ১১৭ বছর ৮ মাস ১৮ দিন। খবর বিবিসি।

দক্ষিণ জাপানের কিকাই শহরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত রোগে তাজিমা মারা যান বলে ওই শহরের কর্মকর্তা সুসুমা ইয়োশিইউকি জানিয়েছেন। গত জানুয়ারি থেকে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ১৯০০ সালের ৪ আগস্ট কিকাই শহরে জন্মগ্রহণ করেন তিনি। ঊনবিংশ শতাব্দীর (১৮০১-১৯০০) শেষ মানুষ তাজিমা। তার সাত ছেলে, দুই মেয়ে এবং ১৬০ বংশধর রয়েছে। সাত মাস আগে গত বছরের সেপ্টেম্বরে জ্যামাইকার ভায়োলেট ব্রাউন ১১৭ বছরে মারা যাওয়ার পর তাজিমাই বিশ্বের সবচেয়ে বয়স্ক লোকের তকমা পেয়েছিলেন।

বার্ধক্যবিদ্যা সংক্রান্ত যুক্তরাষ্ট্রভিত্তিক জেরনটোলজি রিসার্চ গ্রুপ জানিয়েছে, তাজিমার মৃত্যুর পর বর্তমানে বিশ্বের সবচেয়ে বয়স্ক লোক হলেন তার স্বদেশি চিয়ো মিয়াকো। তিনি কানাগাওয়া অঞ্চলে টোকিওর দক্ষিণে বসবাস করেন। তার বর্তমান বয়স ১১৭ বছর ১০ দিন। স্বাস্থ্য কর্মকর্তা সুসুমা ইয়োশিইউকি বলেন, তাজিমা একটি বৃদ্ধাশ্রমে বসবাস করে আসছিলেন। দীর্ঘায়ুর দেশ হিসেবে জাপানের পরিচিতি রয়েছে। দেশটির কয়েকজন পুরুষ ও নারী বেশ কয়েকবার সবচেয়ে বয়স্ক হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন। গত বছর জাপান সরকার জানায়, সেদেশে অন্তত ৬৮ হাজার মানুষ রয়েছেন- যাদের বয়স ১০০ কিংবা তদূর্ধ্ব।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads