• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

বিদেশ

ফাদি হত্যাকাণ্ডে আন্তর্জাতিক হাত রয়েছে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৩ এপ্রিল ২০১৮

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ফিলিস্তিনি একাডেমিক হত্যার পেছনে আন্তর্জাতিক হাত রয়েছে বলে মনে করছে দেশটির পুলিশ কর্তৃপক্ষ। আলজাজিরাকে কুয়ালালামপুরের পুলিশপ্রধান মাজলান লাজিম বলেন, ‘আমরা বিভিন্ন দিক দিয়ে তদন্ত করে দেখছি। আমাকে খুব সতর্কতা এবং গভীরভাবে তদন্ত করতে হচ্ছে। এটা একটা আন্তর্জাতিক ইস্যু।’ ফিলিস্তিনের রাজনৈতিক দল হামাস নিহত আল বাতসকে নিজেদের বিশ্বস্ত সদস্য বলে আখ্যা দিয়েছে। এ ঘটনার জন্য হামাস ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদকে দায়ী করেছে। তবে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী আভিগদোর লিবারম্যান এ ঘটনার প্রতিক্রিয়ায় জানান, ‘হত্যা সম্পর্কে আমরা মিডিয়া মারফত জানতে পেরেছি। সন্ত্রাসী সংগঠনগুলোর মধ্যে যেকোনো কিছুর জন্যই ইসরাইলকে দায়ী করার একটা প্রবণতা আছে।’

জানা যায়, নিহত ফিলিস্তিনি জ্বালানি খাত নিয়ে গবেষণা করছিলেন। গত দশ বছর ধরে তিনি মালয়েশিয়ায় বসবাস করছিলেন। কুয়ালালামপুরের নিকটবর্তী গোমবাক এলাকার একটি মসজিদে গত শনিবার সকালে নামাজ পড়তে যাওয়ার সময় তাকে গুলি করে হত্যা করা হয়। ঘটনাস্থল থেকে পুলিশ ১৪টি গুলির খোসা উদ্ধার করে। এর আগে ২০১৬ সালে তিউনিশিয়ায় ফিলিস্তিনের ড্রোন বিশেষজ্ঞ মোহাম্মদ আল জাওয়ারিকে গুলি করে হত্যা করা হয়েছিল। ওই হত্যার জন্যও হামাস ইসরাইলকে দায়ী করেছিল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads