• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

বিদেশ

দাড়ি-গোঁফের বিশ্বচ্যাম্পিয়নশিপ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৪ এপ্রিল ২০১৮

ধর্ম, সংস্কৃতি ও সমাজভেদে দাড়ি-গোঁফ রাখার নানা ধরন দেখা যায়। তবে বর্তমানে এসবকে তোয়াক্কা না করে দাড়ি-গোঁফ নিয়ে উন্মাদনাও চোখে পড়ার মতো। বিশেষত ইউরোপ-আমেরিকাতে তো এ বিষয়টিকে কেন্দ্র করে সংগঠন পর্যন্ত গড়ে উঠেছে। ২০১৬ সালের দিকে দাড়ি-গোঁফওয়ালারা তো রীতিমতো দ্বি-বার্ষিক বিশ্ব চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা শুরু করে দেয়। এরই ধারাবাহিকতায় দাড়ি-গোঁফ চ্যাম্পিয়নশিপের পঞ্চম বার্ষিকী এবার। এবারের প্রতিযোগিতা যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত হচ্ছে বলে ডেইলি মেইলের খবরে জানানো হয়েছে।

গত রোববার শুরু হওয়া এই প্রতিযোগিতায় অনেকগুলো ক্যাটাগরি রয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন। এর মধ্যে রয়েছে, ‘ফুল বিয়ার্ড স্টাইলড মুস্টাস’, ‘ন্যাচারাল দাড়ি’, ‘ন্যাচারাল গোঁফ’, ‘আংশিক দাড়ি’, ‘বিজনেস ক্লাস দাড়ি’ ইত্যাদি। এ ছাড়া দাড়ির সঙ্গে বাহারি পোশাকের ক্যাটাগরিও রয়েছে। তবে প্রতিযোগিতায় অংশ নিতে হলে অংশগ্রহণকারীর দাড়ি অন্তত ২২ ইঞ্চি লম্বা হতে হবে বলে আয়োজকরা জানান।

ইউরোপ-আমেরিকার কয়েকশ’ প্রতিযোগী অংশ নিয়েছেন এবারের আয়োজনে। দাড়ি-গোঁফের স্টাইল নিয়ে লোকের উদ্ভাবনী ভাবনা ও উন্মাদনায় বহুজনের চোখ উঠেছে কপালে। এবারের চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারীদের মধ্যে কেউ আসেন দুই ফুট লম্বা দাড়ির বাহার নিয়ে। কারো দাড়ি-গোঁফ অক্টোপাসের শুঁড়ের মতো প্যাঁচানো। কেউ কেউ তো দাড়ি-গোঁফের অদ্ভুত ঘূর্ণি বানিয়ে বুড়ো আঙুল দেখিয়েছেন মাধ্যাকর্ষণ সূত্রকেই! কোঁকড়া দাড়িতে মুখমণ্ডলের দুই-তৃতীয়াংশ ঢেকেও স্টাইল করেছেন অনেকে। প্রাচীনকালের লাটসাহেবদের স্টাইলও অনুসরণ করেছেন অনেকে, তবে তাতে যোগ হয়েছে নতুনত্ব। দাড়ি-গোঁফের এসব স্টাইলের পরিপূর্ণতার জন্য প্রতিযোগিতায় গায়ে জড়িয়েছিলেন মানানসই পোশাকও।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads