• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯

বিদেশ

শৌচাগার নেই, তাই বেতন বন্ধ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৪ এপ্রিল ২০১৮

বাড়িতে শৌচাগার না থাকায় আটকে দেওয়া হয়েছে প্রায় ৬০০ সরকারি কর্মচারীর বেতন। এ ঘটনা ঘটেছে জম্মু-কাশ্মির রাজ্যের কিস্টোয়ারে। জম্মুর কিস্টোয়ার এলাকায় এসব সরকারি কর্মচারীর বাড়িতে শৌচাগার নেই। তারা ও তাদের পরিবারের সদস্যরা খোলা জায়গায় শৌচকর্ম সারেন। খবর এনডিটিভি।

সমপ্রতি কিস্টোয়ারের অ্যাসিস্ট্যান্ট কমিশনার (উন্নয়ন) অনিল কুমার চান্ডেইনের এক প্রতিবেদনে শৌচাগার না থাকার তথ্য উঠে আসে। তার প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে কিস্টোয়ারের জেলা উন্নয়ন কমিশনার আংরেজ সিংহ রানা এই পদক্ষেপ নিয়েছেন। তিনি বলেন, এ ধরনের ঘটনা লজ্জার। সরকারি কর্মচারীর বাড়িতে শৌচাগার না থাকায় বদনাম হয় সরকারের। সরকারি কর্মীর আচরণ অন্যদের কাছে অনুসরণযোগ্য হওয়া উচিত। কিন্তু বাস্তবে আমরা যা দেখতে পাচ্ছি তার নিন্দা করার মতো ভাষা নেই।

প্রসঙ্গত, স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে নিজস্ব বাড়িতে শৌচাগার নির্মাণের ক্ষেত্রে জম্মু-কাশ্মির রাজ্য ৭১ দশমিক ৯৫ শতাংশ লক্ষ্য পূরণ হয়েছে। কিস্টোয়ারে এ প্রকল্পে সাফল্যের হার ৫৭ দশমিক ২৪ শতাংশ। লাদাখের লেহ ও কার্গিল এবং দক্ষিণ কাশ্মিরের সোপিয়ান ও শ্রীনগর জেলাকে খোলা স্থানে শৌচাগারমুক্ত ঘোষণা করা হয়েছে। চলতি মাসের শেষের দিকেই খোলা স্থানে শৌচাগারমুক্ত জেলা হিসেবে তকমা পেতে চলেছে জম্মু-কাশ্মিরের অনন্তনাগ ও পুলওয়ামা জেলা। জম্মু-কাশ্মিরে এই সাফল্যের খতিয়ানে কিস্টোয়ারে সরকারি কর্মীদের বাড়িতে শৌচাগার না থাকায় বেতন আটকে দিয়ে ওইসব সরকারি কর্মচারীর বাড়িতে অবিলম্বে শৌচাগার নির্মাণের চাপ সৃষ্টি করল প্রশাসন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads