• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯

বিদেশ

সৌদি বিমান হামলায় হুথি রাজনৈতিক প্রধান নিহত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৫ এপ্রিল ২০১৮

সৌদি জোটের বিমান হামলায় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের প্রধান রাজনৈতিক নেতা সালেহ আল-সামাদ নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার হুথি বিদ্রোহী পরিচালিত আল মাসিরাহ টিভিতে তার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। খবর বিবিসি ও আলজাজিরা।

আল-সামাদ দেশটির রাজধানী সানা ও অন্যান্য বিদ্রোহী অধ্যুষিত এলাকার নিয়ন্ত্রণকারী সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রেসিডেন্ট ছিলেন। গত বৃহস্পতিবার হুদাইদা প্রদেশে এক বিমান হামলায় তিনি নিহত হন। হুথি বিদ্রোহীদের প্রধান আবদুল মালিক আল হুথি জানান, ওই হামলায় মোট ৭ জন নিহত হয়েছেন। তার স্থানে মাহদি আল মাশাতকে নতুন সভাপতি নির্বাচিত করা হয়েছে।

তিনি বলেন, এই ঘটনার উচিত জবাব দেওয়া হবে।  এভাবে হামলা চালিয়ে তারা আমাদের জনগণ ও রাষ্ট্রের মনোবল ভাঙতে পারবে না। ওয়াশিংটন ও সৌদি শাসকদের নেতৃত্বাধীন এই হানাদার বাহিনী এ ঘটনার জন্য দায়ী। এ বিষয়ে সৌদি জোটের কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। 

তবে বিশ্লেষকদের মতে, ২০১৪ সালে রাজধানী সানা দখলের পর এই ঘটনা হুথি বিদ্রোহীদের জন্য সবচেয়ে বড় ধাক্কা। ইয়েমেন পোস্টের প্রধান সম্পাদক হাকিম আলমাসমারি বলেন, আল-সামাদের নিহত হওয়ার ঘটনাটি সৌদিতে স্বেচ্ছা নির্বাসিত প্রেসিডেন্ট হাদি ও জোটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ তিনি ছিলেন হুথি নিয়ন্ত্রিত এলাকার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। তাই গত কয়েক বছরের মধ্যে এটাই রাজনৈতিকভাবে হুথিদের জন্য সবচেয়ে বড় ধাক্কা বলে বিবেচনা করা যেতে পারে।

আলমাসমারি আরো বলেন, হুদাইদাকে হুথিদের জন্য সবচেয়ে নিরাপদ স্থান হিসেবে মনে করা হয়। সেখানেই তাদের সব গোয়েন্দা সুবিধা রয়েছে। সেখানে হামলা হুথি ও তাদের নিরাপত্তার জন্য বড় নেতিবাচক দিক। উল্লেখ্য, ২০১৪ সালে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়। হুথি ও সালেহ জোট সানা দখল করলে প্রেসিডেন্ট হাদি সৌদি আরব নির্বাসনে যান।

২০১৫ সালের মার্চে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ইয়েমেনে অপারেশন ডিসাইসিভ স্টর্ম নামে সামরিক অভিযান শুরু করে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট। অভিযানে এ পর্যন্ত অন্তত ১০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। যুদ্ধের কারণে নানা রোগে মৃত্যু হয়েছে আরো ১০ হাজার মানুষের। এ ছাড়া গৃহহীন হয়েছেন কয়েক লাখ মানুষ। ভয়াবহ বিমান হামলা ও অবরোধের কারণে দুর্ভিক্ষের মুখে পড়েছেন দেশটির সাধারণ মানুষ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads