• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

বিদেশ

চীনে অগ্নিকাণ্ডে ১৮ জনের মৃত্যু

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৫ এপ্রিল ২০১৮

চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। খবর বিবিসি।

পুলিশ জানায়, গুয়াংডং প্রদেশের ‍কিনগুয়ানের ইঞ্জ শহরে একটি কারাওকে টেলিভিশন লাউঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এতে আরো ৫ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিজিটিএন ডটকমের খবরে বলা হয়, আধ ঘণ্টার মধ্যেই তিন তলা ভবনে লাগা আগুন নিভিয়ে ফেলা হয়। প্রাথমিক তদন্তের পর ঘটনাটিকে নাশকতা বলে সন্দেহ করছে পুলিশ। সন্দেহভাজন হিসেবে লিউ চুনলু নামে ৩২ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সন্দেহভাজনকে ধরিয়ে দিতে দুই লাখ ইউয়ান পুরস্কার ঘোষণার কিছুক্ষণ পর নিকটবর্তী এক গ্রাম থেকে লিউকে গ্রেফতার করা হয়।

কিনজিউয়ান শহরের জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে ইচ্ছাকৃতভাবে ওই অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে। জননিরাপত্তা বিভাগ তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। নিরাপত্তার বিষয়গুলো ভালোভাবে মেনে না চলায় দেশটিতে প্রায়ই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গত বছরের শেষের দিকে বেইজিংয়ে দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৮ জনের বেশি মানুষের মৃত্যু হয়। এর আগে ২০১৫ সালে একটি নার্সিং হোমে অগ্নিদগ্ধ হয়ে ৩৮ জন মারা যান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads