• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

বিদেশ

সীমান্তে শান্তি রক্ষায় রাজি মোদি-শি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৯ এপ্রিল ২০১৮

দু’দেশের সীমান্তে শান্তি রক্ষায় সম্মত হয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চীনে দু’দিনের ‘অনানুষ্ঠানিক’ সম্মেলনে গত রোববার যোগ দেন মোদি। সম্মেলন পরবর্তীতে দু’দেশের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে বলা হয়, ‘দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে এবং ভারত-চীন সীমান্তবর্তী অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা অনুভব করেছেন দুই নেতা।’ ভারত-চীন-ভুটান সীমান্তবর্তী অঞ্চল নিয়ে গত বছর টানা ৭২ দিনের অস্থিতিশীল অবস্থার পরিপ্রেক্ষিতে এই দু’দেশের মধ্যকার কূটনৈতিক অবস্থা অতটা ভালো যাচ্ছিল না।

গত শনিবার ভারতের পররাষ্ট্র সচিব বিজয় গোখলে চীনের হুবেই প্রদেশের রাজধানী ওহান থেকে জানান, শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে দূরত্ব নিরসনের পরিপক্বতা এবং জ্ঞান দু’দেশেরই আছে। ভারত-চীনের সীমান্ত সমস্যা ইস্যুতে দুই নেতা তাদের প্রতিনিধিদের নিয়ে একটি স্বচ্ছ, গ্রহণযোগ্য এবং পারস্পরিক গ্রহণযোগ্য নিষ্পত্তির দিকে আগাচ্ছে বলেও তিনি জানান।

বিশ্লেষকদের মতে, দু’দেশের পক্ষ থেকেই এই সম্মেলনকে ‘অনানুষ্ঠানিক’ বলা হলেও পারস্পরিক বিশ্বাসযোগ্যতা এবং আস্থা অর্জনের উদ্দেশ্যেই এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। মূলত গত শুক্রবার দুপুরে মোদি এবং শি মুখোমুখি আলোচনায় বসেন। পরবর্তীতে প্রেসিডেন্ট শি’র সঙ্গে মোদি হুবেই প্রদেশের ওহান জাদুঘর পরিদর্শনে যান। এরপর গত শনিবার চীনের রাষ্ট্রায়ত্ত মিডিয়ায় প্রকাশিত ছবিতে দেখা যায় দুই নেতা ওহানের ইস্ট লেকের সামনে হাঁটছেন। জানা যায়, এ সময় ইস্ট লেকে নৌভ্রমণে একান্তে বৈঠক করেন দুই নেতা।

সীমান্তে শান্তি ছাড়াও দু’দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি নিয়েও আলাপ হয় মোদি এবং শি’র মধ্যে। গত ২০১৬ সালেও চীন এবং ভারতের মধ্যে ৮৪ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছে বলে জানা যায়। বাণিজ্য প্রশ্নে প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, ‘চীন ভারতের সঙ্গে যৌথভাবে একটি শক্তিশালী অংশীদারিত্ব এবং সকল ক্ষেত্রে সহযোগিতা আশা করে।’ ভারতের মানিপাল বিশ্ববিদ্যালয়ের ভূ-রাজনীতি বিভাগের প্রধান মাধব দাশ নালাপাত ২১ শতককে এশিয়ার শতক বলে অভিহিত করেন। এ ছাড়া তিনি বলেন, ‘একটি শক্তিশালী সম্পর্ক রচনার ক্ষেত্রে তারা কঠোর পরিশ্রম করছে, যাতে সকল সমস্যা শুরুতেই সমাধান করা যায়।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads