• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯

বিদেশ

পিয়ংইয়ংয়ের ওপর চাপ অব্যাহত থাকবে : ট্রাম্প

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৯ এপ্রিল ২০১৮

উত্তর ও দক্ষিণ কোরিয়ার শীর্ষ নেতারা কোরীয় উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত করতে একত্রে কাজ করার ঘোষণা দিলেও পিয়ংইয়ংয়ের ওপর চাপ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার কিম ও মুনের বৈঠককে স্বাগত জানালেও পারমাণবিকীকরণ বন্ধে পিয়ংইয়ংয়ের সুনির্দিষ্ট ঘোষণা ছাড়া ওয়াশিংটন পিছু হটবে না বলেও জানান তিনি। খবর বিবিসি ও সিএনএন।

ওয়াশিংটনে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আগের প্রশাসনের ভুলগুলোর পুনরাবৃত্তি হবে না। পারমাণবিকমুক্ত অবস্থা অর্জন করার আগ পর্যন্ত উত্তর কোরিয়ার ওপর সর্বোচ্চ চাপ অব্যাহত থাকবে। এ সময় উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে তার বৈঠক ফলপ্রসূ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। পিয়ংইয়ং যুক্তরাষ্ট্রের আগের প্রশাসনগুলোকে বেহালার মতো বাজিয়ে নিজেদের কার্য উদ্ধার করেছিল বলেও তিনি অভিযোগ করেন।

বিশ্লেষকদের মতে- হাস্যোজ্জ্বল করমর্দন আর সমৃদ্ধি ও শান্তির ভবিষ্যতের প্রত্যাশা ব্যক্ত করে দুই কোরিয়ার শীর্ষ সম্মেলন শেষ হলেও পিয়ংইয়ং তার পারমাণবিক অস্ত্রাগার বন্ধ করবে এমন কোনো নিশ্চয়তা দেয়নি। শুক্রবার পানমুনজমের পিস হাউজে দুই কোরীয় নেতা কোরীয় উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত করতে একসঙ্গে কাজ করার ঘোষণার পাশাপাশি অস্ত্রের ঝনঝনানি বন্ধ করে এ বছরই একটি শান্তি চুক্তিতে সই করতে যুক্তরাষ্ট্র ও চীনকে সঙ্গে নিয়ে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেছেন। দুই কোরিয়া নিজেদের মধ্যে হামলা বা সামরিক কর্মকাণ্ড বন্ধ, ডিমিলিটারাইজড জোনকে শান্তির অঞ্চলে পরিণত, যুদ্ধে বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারগুলোর পুনর্মিলনের ব্যবস্থা করাসহ সীমান্তে সড়ক ও রেলযোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় যৌথভাবে অংশ নেওয়ারও প্রতিশ্রুতি দেয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads