• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

বিদেশ

সৌদি জোটের বিমান হামলায় ৩৮ হুথি বিদ্রোহী নিহত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৯ এপ্রিল ২০১৮

সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ইয়েমেনের রাজধানী সানায় দুই কমান্ডারসহ অন্তত ৩৮ হুথি বিদ্রোহী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় এ হামলা হয়। তবে কোনো কোনো গণমাধ্যম নিহতের সংখ্যা ৫০ জনেরও বেশি বলে দাবি করেছে। হুথিদের তরফে হামলার মুখে পড়ার কথা স্বীকার করা হলেও হতাহতের সংখ্যা জানানো হয়নি। খবর আল জাজিরা।

সৌদি টেলিভিশন আল আকবরিয়ার খবরে বলা হয়, দুই কমান্ডারসহ ৫০ জনেরও বেশি হুথি বিদ্রোহী নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় এই হামলা চালানোর কথা বলা হলেও বিস্তারিত জানানো হয়নি। তবে আল অ্যারাবিয়া টেলিভিশন জানায়, হুথি বিদ্রোহীদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবনে বিমান হামলায় ৩৮ জন নিহত হয়েছেন। গত সপ্তাহে বিমান হামলায় নিহত হুথি বিদ্রোহীদের রাজনৈতিক প্রধান সালেহ আল সামাদের শেষকৃত্যের কয়েক ঘণ্টা আগে ফের হামলার মুখে পড়ল তারা।

এদিকে স্থানীয় সময় শনিবার সৌদি বিমানবাহিনী জানায়, তারা হুথি বিদ্রোহীদের ছোড়া চারটি মিসাইল প্রতিহত করেছে। ইয়েমেন সীমান্তের কাছে সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় যাজান প্রদেশে এ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তবে হুথি বিদ্রোহী নিয়ন্ত্রিত সংবাদ সংস্থার খবরে দাবি করা হয়, তারা যাজান প্রদেশ লক্ষ্য করে ৮টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে।  

সৌদি জোট চার বছরেরও বেশি সময় ধরে ইয়েমেনে হুথি বিদ্রোহীদের ওপর হামলা চালাচ্ছে। যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইয়েমেন সংঘাত নিয়ে আলোচনার জন্য রিয়াদ সফর করার চিন্তা-ভাবনা করছেন, এমন খবরের মধ্যেই জোট বিমান হামলা চালালো। উল্লেখ্য, হুথি বিদ্রোহীরা রাজধানী সানা ছাড়াও সৌদি সীমানায় দেশের উত্তরাঞ্চলীয় এলাকার বেশিরভাগ অংশ এবং লোহিত সাগরের হোবাইদা বন্দর নিয়ন্ত্রণ করে থাকে।

২০১৫ সাল থেকে এ পর্যন্ত চলা সংঘাতে অন্তত দশ হাজার মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ মানুষ। এই সংঘাতের কারণে তৈরি দেশটিতে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। দেশটি এখন দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে। গত নভেম্বরে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের বন্দরগুলোয় অবরোধ আরোপ করলে খাদ্যসঙ্কট প্রকট আকার ধারণ করে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads