• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

বিদেশ

সৌদিকে পম্পেও

কাতারে আরোপিত অবরোধ প্রত্যাহার করুন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ৩০ এপ্রিল ২০১৮

কাতারের ওপর আরোপিত অবরোধ প্রত্যাহার করতে সৌদি আরবের কাছে অনুরোধ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম সফরে পম্পেও স্থানীয় সময় শনিবার সৌদি আরবে যান। খবর বিবিসি ও আলজাজিরা। 

সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকে তিনি এই আহ্বান জানান। নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের উদ্ধৃত করে খবরে বলা হয়, অবরোধের কারণে উপসাগরীয় দেশগুলোর অনৈক্যের সুযোগে ইয়েমেন ও সিরিয়ায় ইরান প্রভাব বাড়াচ্ছে বলেও সতর্ক করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। 

সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগে ২০১৭ সালের জুনে কাতারের ওপর অবরোধ আরোপ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসর। কাতারের সঙ্গে কূটনৈতিক, বাণিজ্য ও ভ্রমণ সম্পর্ক ছিন্ন করে দেশগুলো। যদিও সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগ জোরালোভাবে অস্বীকার করে আসছে দোহা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদির উদ্যোগকে শুরুতে সমর্থন জানালেও, পম্পেওর আগের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন সঙ্কট নিরসনে অচলাবস্থা সৃষ্টির জন্য সৌদি ও তার মিত্রদের দায়ী করেন।

বৈঠকে পম্পেও বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে অবরোধের ফলে ওই অঞ্চলের দেশগুলোর অনৈক্যের সুযোগ নিয়ে ইয়েমেন ও সিরিয়ায় শক্তি বৃদ্ধি করছে ইরান। এ ছাড়াও তিনি ইয়েমেনে মানবিক ও বাণিজ্যিক পণ্য প্রবেশাধিকার দিতে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন। রোববার ইসরাইলের উদ্দেশে সৌদি আরব ত্যাগ করেন পম্পেও। সেখানে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে তিনি জর্ডান যাবেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads