• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯

বিদেশ

মে মাসে বন্ধ হচ্ছে উ. কোরিয়ার পরমাণু পরীক্ষা ক্ষেত্র

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ৩০ এপ্রিল ২০১৮

আগামী মে মাসেই বন্ধ হচ্ছে উত্তর কোরিয়ার সবচেয়ে বড় পরমাণু পরীক্ষা ক্ষেত্র। গতকাল রোববার দক্ষিণ কোরীয় প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে বিবিসি। প্রেসিডেন্ট মুন জায়ে ইনের মুখপাত্র ইয়ুন ইয়ং চান জানান, উত্তর কোরিয়ার পুঙ্গে-রি ক্ষেত্রটি বন্ধ করে দেওয়া হবে। জনসাধারণ, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের বিদেশি বিশেষজ্ঞদের পরীক্ষা ক্ষেত্র পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানানো হবে। যদিও বিজ্ঞানীদের মতে, গত সেপ্টেম্বরে পরমাণু পরীক্ষা ক্ষেত্রটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। উত্তর কোরিয়া টাইম জোন পরিবর্তন করবে দক্ষিণ কোরিয়ার সঙ্গে তাল মিলিয়ে। বর্তমানে দুই কোরিয়ার মধ্যে আধা ঘণ্টার পার্থক্য রয়েছে বলেও জানান ইয়ং চান।

কোরীয় উপদ্বীপকে সম্পূর্ণ পরমাণু নিরস্ত্রীকরণে গত শুক্রবার সম্মত হন দুই কোরিয়ার নেতারা। কয়েক মাসের কূটনৈতিক চেষ্টার ফলে ওই ঐতিহাসিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এদিকে গত শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী তিন-চার সপ্তাহের মধ্যেই উত্তর কোরিয়ার নেতার সঙ্গে আলোচনায় বসবেন তিনি।

পুঙ্গে-রি উত্তর কোরিয়ার সবচেয়ে বড় পরমাণু পরীক্ষা ক্ষেত্র। ২০০৬ সাল থেকে এখন পর্যন্ত মোট ছয়বার পরমাণু পরীক্ষা চালানো হয় ওই ক্ষেত্রে। ২০১৭ সালের সেপ্টেম্বরে সর্বশেষ পরীক্ষার পর গোটা ক্ষেত্রটি কয়েক দফায় আফটারশকে আক্রান্ত হয়। ধারণা করা হয়, ওই কম্পনের ফলেই ক্ষতিগ্রস্ত হয় পরমাণু ক্ষেত্রটি। যদিও উত্তর কোরীয় কর্তৃপক্ষ এমন দাবি অস্বীকার করেছে। তাদের দাবি, আন্তর্জাতিক পরিদর্শকরা নিজেরাই পরিদর্শনে এসে দেখতে পাবে পুরো পরীক্ষা ক্ষেত্রটি ত্রুটিমুক্ত।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads