• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

বিদেশ

পর্ন স্টারকে ১ লাখ ৩০ হাজার ডলার দেন ট্রাম্প

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৪ মে ২০১৮

পর্ন স্টার স্টর্মি ড্যানিয়েলসের মুখ বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক লাখ ৩০ হাজার ডলার দেন বলে জানিয়েছেন তারই ঘনিষ্ঠ বন্ধু ও নিউইয়র্ক সিটির সাবেক মেয়র রুডি গিউলিয়ানি। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। খবর সিএনএন।

গিউলিয়ানি বুধবার বলেন, ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে নিজের আইনজীবী মাইকেল কোহেনের মাধ্যমে স্টর্মিকে ওই অর্থ দেন ট্রাম্প। যদিও এর আগে ট্রাম্প ওই পর্ন স্টারকে অর্থ দেওয়ার কথা অস্বীকার করেন। সাবেক এই ফেডারেল প্রসিকিউটর আরো বলেন, মাইকেল কোহেন যে স্টর্মিকে অর্থ দিয়েছেন তা ট্রাম্প জানেন এবং পরে তিনি সেটা পরিশোধও করেছেন। একটি আইনি ফার্মের মাধ্যমে অর্থ লেনদেন হয়।

এ বিষয়ে হোয়াইট হাউজের মন্তব্য চাওয়া হলে কেউ সাড়া দেননি। স্টর্মি ড্যানিয়েলসের (স্টিফানি ক্লিফোর্ড) অভিযোগ, ২০০৬ সালে ট্রাম্প তার সঙ্গে রাত কাটিয়েছেন। তাকে অর্থ দেওয়ার ব্যাপারে কিছু জানেন কি না গত ৫ এপ্রিল সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প না বলেন। কোহেন কেন ওই অর্থ দিয়েছেন- এ কথার উত্তরে ট্রাম্প পাল্টা প্রশ্ন করে বলেন, সেটা তাকেই জিজ্ঞেস করুন।

এর আগে হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়, স্টর্মির সঙ্গে ট্রাম্পের কোনো শারীরিক সম্পর্ক হয়নি। তবে ওই পর্ন স্টার ইতোমধ্যে ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছেন। কিন্তু তার পক্ষে ঘটনা প্রমাণ করা কঠিন হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। কারণ ট্রাম্প কখনো কোনো কাগজপত্রে সই করেননি। ট্রাম্পের বিরুদ্ধে মানহানির একটি মামলাও করেছেন ওই পর্ন স্টার।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads