• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

বিদেশ

অগ্ন্যুৎপাতে হাওয়াই দ্বীপে জরুরি অবস্থা জারি

  • প্রকাশিত ০৪ মে ২০১৮

যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের কিলাউয়া আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের কারণে বৃহস্পতিবার প্রায় ১০ হাজার লোককে তাদের ঘরবাড়ি ছেড়ে  অন্যত্র যাওয়ার আহবান জানানো হয়েছে। সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশটির সাম্প্রতিক ধারাবাহিক ভূমিকম্পের আঘাতে এ অগ্ন্যুৎপাতের সূত্রপাত ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা এফপি।

হাওয়াই কাউন্টি বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানায়, গণপূর্ত বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে যে, মোহালা স্ট্রীট এলাকার লিলানি সাবডিভিশনে একটি ফাটল দিয়ে বাষ্প ও লাভা বের হচ্ছে।

এক কর্মকর্তা জানান, এই অঞ্চলে প্রায় ১০ হাজার লোক বাস করে। অগ্ন্যুৎপাতের কারণে তাদেরকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads