• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

বিদেশ

ফিলিস্তিনিদের জন্য মানবাধিকার নয় : ইসরায়েল

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৫ মে ২০১৮

ফিলিস্তিনে ভূমি দিবস উপলক্ষে আয়োজিত ‘দ্য গ্রেট মার্চ ফর রিটার্ন’ এ মানবাধিকার আইন প্রয়োগ হবে না বলে হুমকি দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। তাদের দাবি, তারা এখন যুদ্ধাবস্থায় আছে। মিডল ইস্ট মনিটর এ তথ্য জানিয়েছে।

১৯৭৬ সাল থেকে প্রতিবছর ৩০ মার্চ ফিলিস্তিনিরা ইসরাইলের দখলদারিত্বের প্রতিবাদে ‘ভূমি দিবস’ পালন করে আসছে। ওইদিন নিজেদের মাতৃভূমির দখল ঠেকাতে বিক্ষোভে নামলে ইসরাইলি সেনাদের হাতে ৬ ফিলিস্তিনি নিহত হয়েছিলেন। তাদের স্মরণে ওই বছর থেকেই ভূমি দিবস পালন করে আসছেন ফিলিস্তিনিরা। এ বছর ওই দিনটি স্মরণে বিশাল বিক্ষোভের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১৫ মে পর্যন্ত এই বিক্ষোভ চলবে। বিক্ষোভকারীদের হটাতে ইসরাইলি বাহিনী গুলি ছুড়লেও বিক্ষোভ করে যাচ্ছেন তারা।

ফিলিস্তিনিদের আন্দোলনকে ‘সংগঠিত সন্ত্রাসী কর্মকাণ্ড’ আখ্যা দেয় ইসরাইল। আন্দোলনে ইসরাইলি বাহিনীর গুলিতে দুই সাংবাদিকসহ প্রাণ হারিয়েছন বেশ কয়েকজন। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, ইসরাইল মানবাধিকার লঙ্ঘন করেছে। জবাবে ইসরাইলি সেনাবাহিনী জানায়, এই প্রতিরোধ আন্দোলনে মানবাধিকার মানার প্রয়োজন নেই। যুদ্ধের অংশ হিসেবে এটা করছে তারা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads