• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯

বিদেশ

অগ্ন্যুৎপাতের পর হাওয়াইয়ে শক্তিশালী ভূমিকম্প

বের হচ্ছে বিষাক্ত গ্যাস 

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৬ মে ২০১৮

অগ্ন্যুৎপাতের পর গত শনিবার কয়েক দফায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে হাওয়াই দ্বীপপুঞ্জে। ১৯৭৫ সালের পর এবারই প্রথম হাওয়াইয়ে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে আল জাজিরা। ভূমিকম্পের ফলে হাওয়াইয়ের ১৪ হাজার বাসিন্দা বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। বিষাক্ত গ্যাসের কারণে অনেক জায়গায় কাজ করতে পারছে না বিদ্যুৎ বিভাগের কর্মীরা।

দ্বীপপুঞ্জের কিলাউয়ে আগ্নেয়গিরির উিগরণ শুরু হলে ওই অঞ্চলের প্রায় ১ হাজার ৭০০ বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে নির্দেশ দেয় স্থানীয় প্রশাসন। এ ছাড়া লেইলানি এবং লানিপুনা গার্ডেন এলাকার বাসিন্দাদের অবিলম্বে বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতেও নির্দেশ দেওয়া হয়েছে। সিএনএন’কে বাসিন্দাদের একজন স্টিফেন ক্ল্যাপার জানান, ‘আমাদের বাড়ি ছেড়ে যেতে হয়েছে। আমার ৮৮ বছর বয়সী বৃদ্ধ মার পোর্টেবল অক্সিজেন শেষ হয়ে গেছে। আমরা এ নিয়ে চিন্তিত।’

বিশ্বের অন্যতম সক্রিয় এই আগ্নেয়গিরি কিলাউয়ে ১৯৮৩ সাল থেকেই ক্রমাগত লাভা উিগরণ করে যাচ্ছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিও-সায়েন্সের গবেষক ইলেনোরা রিভালতা বলেন, ‘কিলাউয়েতে উিগরণ হবে এটাই স্বাভাবিক। কিন্তু আগ্নেয়গিরির ফাটল দিয়েও উিগরণ হচ্ছে এটা স্বাভাবিক নয়। দশ বছর ধরে এমনটা হচ্ছে। অগ্ন্যুৎপাতের মূল স্থান থেকে অনেকটা দূরের ইস্ট রিফ থেকেও লাভা বের হচ্ছে। জনবসতির অনেকটা কাছেই এখন লাভা চলে গেছে।’ উল্লেখ্য, ১৯২৪ সালে কিলাউয়ের উিগরণে একজন স্থানীয় মারা গিয়েছিল। স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া অগ্ন্যুৎপাতের ঘটনায় এখন পর্যন্ত দুজন মারা গেছে। গত শুক্রবার হাওয়াই কান্ট্রি সিভিল ডিফেন্স এজেন্সি জানায়,  প্রথম দফা অগ্ন্যুৎপাতের পর নতুন করে অগ্ন্যুৎপাতের সম্ভাবনা রয়েছে। হাওয়াইয়ের অগ্নিনির্বাপক কর্তৃপক্ষ আগ্নেয়গিরি থেকে বের হওয়া বিষাক্ত সালফার ডাই অক্সাইড গ্যাস সম্পর্কে বাসিন্দাদের সতর্ক করে দিয়েছে।

লাভা বের হওয়া বন্ধের কোনো লক্ষণ নেই জানিয়েছেন সিভিল ডিফেন্স প্রশাসক তালমাদে ম্যাঙ্গো। আগ্নেয়গিরির অন্তত পাঁচটি মুখ থেকে একসঙ্গে লাভা বের হচ্ছে বলেও তিনি জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads