• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

বিদেশ

সতীত্ব পরীক্ষার বিরুদ্ধে প্রতিবাদ

আর নয় সাদা কাপড়ে বিয়ে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৬ মে ২০১৮

ভারতের মহারাষ্ট্রের ভাতনগরের স্থানীয় কানজারভাত সম্প্রদায়ের বিয়েতে মেয়েদের সতীত্ব পরীক্ষার বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে। সম্প্রতি ওই সম্প্রদায়ের তরণ-তরুণীরা এই পরীক্ষা বন্ধে বিদ্রোহ করেছে বলে জানিয়েছে গলফ নিউজ। এখন থেকে কানজারভাত সম্প্রদায়ের কোনো বিয়ে সাদা কাপড় পরে হবে না বলেও জানিয়েছে প্রতিবাদরত তরুণ-তরুণীরা। ভারতে সতীত্ব পরীক্ষার মতো সংস্কার দেখা না গেলেও যাযাবর জাতি বলে বিবেচিত কানজারভাতদের মধ্যে এই প্রথা দীর্ঘদিন ধরেই চলছে।

সম্প্রতি ওই সম্প্রদায়ের ৫৫ বছর বয়সী বিধবা লীলাবাইয়ের নেতৃত্বে অনেক নারী এই পরীক্ষার বিরুদ্ধে মুখ খোলেন। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও এই পরীক্ষার বিরুদ্ধে জনমত সংগ্রহের চেষ্টা করেন তারা। সতীত্ব পরীক্ষা নিয়ে সমাজে বিভেদ সৃষ্টি হলে বিবেক তামাইচিকা নামের এক তরুণ হোয়াটসঅ্যাপে গ্রুপ খোলেন। গ্রুপের সদস্য তারাই হচ্ছেন যারা এই সংস্কারের পরিবর্তন চাইছেন। তামাইচিকা জানান, যারা প্রাচীন রীতি অনুসারে বিয়ে করতে রাজি হবে না তাদের সমাজচ্যুত করার হুমকি দিয়েছে সম্প্রদায়ের জ্যেষ্ঠরা।

১৯৭১ সালের ঔপনিবেশিক আইনে কানজারভাতরা অপরাধী গোত্র হিসেবে বিবেচিত হতো। সেই থেকে সম্প্রদায়টি নিজেদের সকল সমস্যা নিজেরাই সমাধান করে আসছে। খুন-খারাবির মতো ঘটনাতেও তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শরণাপন্ন না হয়ে গ্রামের পঞ্চায়েত প্রধানের সিদ্ধান্তের ওপর ভরসা করে। ফলে সতীত্ব পরীক্ষার মতো এমন অনেক সংস্কার আজো সম্প্রদায়টির মধ্যে রয়ে গেছে। ভারত আধুনিক হলেও মহারাষ্ট্রের ভাতনগরে তার ছোঁয়া লাগেনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads