• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

বিদেশ

চতুর্থবারের মতো প্রেসিডেন্টের দায়িত্বে পুতিন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৮ মে ২০১৮

চতুর্থবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ভ্লাদিমির পুতিন। গত মার্চে অনুষ্ঠিত নির্বাচনে বিজয় লাভের পর স্থানীয় সময় সোমবার শপথগ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। খবর বিবিসি ও আল জাজিরা।

পুতিনের শপথকে কেন্দ্র করে বিক্ষোভের আশঙ্কায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। ১৯টি শহরের ১ হাজারেরও বেশি মানুষকে গ্রেফতার করা হয়। শপথকে সামনে রেখে গত শনিবার মস্কোসহ বিভিন্ন শহরে পুতিন-বিরোধীদের বিক্ষোভে দাঙ্গা পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোড়ে। মস্কো থেকে বিরোধীদলীয় নেতা অ্যালেক্সেই নাভালনিকে আটকের পর ছেড়ে দেওয়া হয়। ক্রেমলিনে শপথ অনুষ্ঠানে প্রায় ৫ হাজার মানুষ উপস্থিত ছিলেন। প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী হিসেবে গত ১৮ বছর ধরে ক্ষমতায় আছেন তিনি। বিরোধীরা তার মেয়াদকালকে রাশিয়ার জার বা সম্রাটের রাজত্বের সঙ্গে তুলনা করে থাকেন।

এবারের নির্বাচনে ৭৬ শতাংশেরও বেশি ভোট পেয়ে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হন পুতিন। তবে এই নির্বাচনে বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। রাশিয়ার অন্যতম বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনি দুর্নীতির দায়ে সাজা পাওয়ায় নির্বাচনে অযোগ্য ঘোষিত হয়। নাভালনি এই সাজাকে রাজনৈতিক উদ্দেশমূলক দাবি করে কোনো অপরাধ করার কথা অস্বীকার করেন।

বিরোধীদলগুলোর মতে, পুতিন গণতন্ত্রকে অবজ্ঞা করে ম্যানেজ ডেমোক্র্যাসি চালু করেছেন। এর মাধ্যমে প্রকৃত বিরোধীদলগুলোকে পার্লামেন্টের বাইরে রেখে নিজের ও মিত্রদের অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকার ব্যবস্থা করেছেন তিনি। ২০০০ সালে প্রথমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন পুতিন। ২০০৪ সালে তিনি আবারো নির্বাচিত হন। একটানা দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট না থাকার বিষয়ে সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় ২০০৮ সালে তিনি সরে দাঁড়ান।

ওইবার নিজের সহচর দিমিত্রি মেদভেদেভ প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন। তার অধীনে প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করেন পুতিন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মেদভেদেভ প্রেসিডেন্ট হলেও পুতিনের হাতেই ছিল প্রকৃত ক্ষমতা। এরপর ২০১২ সালে আবারো প্রেসিডেন্ট নির্বাচিত হন পুতিন। এই সময় প্রেসিডেন্টের মেয়াদকাল হয় ছয় বছরের। চলতি বছর প্রেসিডেন্ট নির্বাচনে আবার জয়ী হন তিনি। ২০২৪ সালে চতুর্থ  মেয়াদ শেষ করতে পারলে তার ক্ষমতায় থাকার মেয়াদ হবে ২৪ বছর, যা হবে সোভিয়েত আমলের নেতা জোশেফ স্ট্যালিনের পর দ্বিতীয় সর্বোচ্চ সময় ক্ষমতায় থাকার রেকর্ড।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads