• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯

বিদেশ

ট্রাম্প-কিমের বৈঠক সিঙ্গাপুরে 

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৮ মে ২০১৮

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং উনের মধ্যে ঐতিহাসিক বৈঠকটি সিঙ্গাপুরে অনুষ্ঠিত হতে পারে। আগামী মাসের মাঝামাঝি সময়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয়েছে।

এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্তে অসামরিক এলাকায় কিমের সঙ্গে তার দেখা হতে পারে। দুই দেশের তরফ থেকে তাদের দেখা হওয়ার সম্ভাব্য তারিখ এবং স্থান নির্ধারণ করা হচ্ছে। এটাই হবে উত্তর কোরিয়ার শীর্ষ নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের প্রথম সাক্ষাৎ।

কিন্তু এখন উভয় পক্ষই চায় তৃতীয় কোনো দেশে এ বৈঠক অনুষ্ঠিত হোক। এরই অংশ হিসেবে তারা সিঙ্গাপুরকে বেছে নিয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ইয়োনহ্যাপ নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে।

আগামী মাসেই যুক্তরাষ্ট্র সফর করবেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন। তার পরেই সিঙ্গাপুরে ট্রাম্প এবং কিমের মধ্যে সাক্ষাৎ হতে পারে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, সম্প্রতি উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্তে অবস্থিত পানমুনজমের পিস হাউজে বৈঠক করেছেন দুই কোরিয়ার প্রেসিডেন্ট। বৈঠকের পর কোরীয় দ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত করতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন দুই নেতা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads