• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

বিদেশ

যুক্তরাষ্ট্রের তিন নাগরিক মুক্ত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১০ মে ২০১৮

আকস্মিক এক সফরে স্থানীয় সময় বুধবার উত্তর কোরিয়া সফরে যান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। এর কয়েক ঘণ্টা পরই উত্তর কোরিয়ায় আটক যুক্তরাষ্ট্রের তিন নাগরিককে মুক্তি দিয়েছে বলে এক টুইট বার্তায় জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনাকে দুই নেতার আসন্ন বৈঠক উপলক্ষে শুভেচ্ছার নিদর্শন হিসেবে দেখছেন বিশ্লেষকরা।  খবর বিবিসি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের মধ্যে আসন্ন ঐতিহাসিক বৈঠকের ভিত্তি মজবুত করতে পম্পেওর এই সফর ভূমিকা রাখবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। পম্পেও নিজেও জানিয়েছেন ট্রাম্প-কিম বৈঠকের পরিকল্পনা চূড়ান্ত করতেই তার এবারের সফর। তবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মূল আগ্রহ ছিল তার দেশের তিন নাগরিককে ছাড়িয়ে আনা। শুভেচ্ছার নিদর্শন হিসেবে পিয়ংইয়ং যুক্তরাষ্ট্রের নাগরিকদের ছেড়ে দিয়েছে। পম্পেও বলেন, উত্তর কোরিয়া এই সঠিক কাজটি করে  নিজেদের মহত্ত্ব দেখিয়েছে। তিন বন্দিকে ছেড়ে দিতে ১৭ মাস ধরে অনুরোধ জানিয়ে আসছি আমরা। আটকদের মধ্যে একজনকে ২০১৫ সালে কারাদণ্ড দিয়েছিল উত্তর কোরিয়া। বাকি দুজন আটক হন বছরখানেক আগে। প্রেসিডেন্ট ট্রাম্প ও কিমের মধ্যে সম্ভাব্য বৈঠকের ঘোষণার পর এই নিয়ে দ্বিতীয়বার পিয়ংইয়ং সফর করছেন পম্পেও। এর আগে এপ্রিলের শেষদিকেও দেশটিতে গিয়েছিলেন তিনি। এটা ছিল ২০০০ সালের পর যুক্তরাষ্ট্রের কোনো শীর্ষ কর্মকর্তার প্রথম উত্তর কোরিয়া সফর।

এপ্রিলের শুরুতেই সরাসরি বৈঠকের ব্যাপারে কিমের আমন্ত্রণে সাড়া দিয়ে বিশ্বকে বিস্মিত করেছিলেন ট্রাম্প। এরই ধারাবাহিকতায় আগামী মাসে দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের সঙ্গে এটাই হবে উত্তর কোরিয়ার কোনো শীর্ষ নেতার প্রথম মুখোমুখি আলোচনা। ওবামা আমলে ইরানের সঙ্গে করা পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেওয়ার মধ্যেই ট্রাম্প উত্তর কোরিয়ায় পম্পেওর সফরের খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, ধারণা করছি উত্তর কোরিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি হচ্ছে। 

কিমের সঙ্গে আসন্ন বৈঠকের তারিখ, সময় ও স্থান ঠিক হয়েছে বলেও জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। আমরা আমাদের বৈঠক স্থির করেছি। জায়গা ঠিক হয়েছে। সময়-তারিখও ঠিক হয়ে গেছে। এ বৈঠক উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও সারা বিশ্বের জন্য অসাধারণ কিছু বয়ে আনতে পারে। ট্রাম্প-কিম বৈঠক নিয়ে কূটনৈতিক তৎপরতার মধ্যেই মঙ্গলবার উত্তর কোরিয়ার শীর্ষ নেতা চীন সফর করেন। ছয় সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফা তিনি চীনে যান। এ সফরে কিম চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দালিয়ান শহরে বৈঠক করেন।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা প্রকাশিত ছবিতে দেখা যায়, প্রেসিডেন্ট শিয়ের সঙ্গে কিম হাস্যরত অবস্থায় রয়েছেন। অন্য একটি ছবিতে দেখা যায়, দুই নেতা সমুদ্রতীরের একটি রাস্তা ধরে হাঁটছেন। দুই নেতা বেশ আন্তরিকতার সঙ্গে আলাপ করেছেন বলে কেসিএন জানিয়েছে। সিনহুয়ার খবরে বলা হয়,  অর্থনৈতিক উন্নতির লক্ষ্যে উত্তর কোরিয়ার কৌশলগত অবস্থান পরিবর্তনে কিমের সিদ্ধান্তের প্রতি চীনের সমর্থন আছে বলে জানিয়েছেন শি। বৈঠকে কিম বলেন, উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত রাখাই উত্তর কোরিয়ার মূল লক্ষ্য।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads