• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইন্টারনেট

বিদেশ

কিছু সাংবাদিকের পরিচয়পত্র বাতিল করা দরকার : ট্রাম্প

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১১ মে ২০১৮

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছু সাংবাদিকের পরিচয়পত্র বাতিলের পরামর্শ দিয়েছেন। সম্প্রতি তাকে নিয়ে দেশটির কয়েকটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত কিছু সংবাদ নিয়ে জরিপ করা হয়। সেখানে তার বিরুদ্ধে অনেক নেতিবাচক মন্তব্য বা ধারণা উঠে আসে। এরই পরিপ্রেক্ষিতে স্থানীয় সময় বুধবার ক্ষুব্ধ ট্রাম্প এ পরামর্শ দেন। খবর ডেইলি মেইল।

ট্রাম্প বলেন, ভুয়া সংবাদকর্মীরা রাত-দিন কাজ করে যাচ্ছেন। অর্থনৈতিক ও অন্যান্য উন্নয়নের পরও আমার সম্পর্কে প্রকাশিত সংবাদের ৯১ ভাগই নেতিবাচক। গণমাধ্যমের জন্য আমরা কেন এত কষ্ট করব, যদি এটা দুর্নীতিগ্রস্ত হয়। তাদের পরিচয়পত্র ফিরিয়ে নেবেন? এ সময় এক সাংবাদিক জানতে চান, হোয়াইট হাউজে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করবেন কি না। ট্রাম্প প্রশ্নটি এড়িয়ে যান।

দেশটির গণমাধ্যম গবেষণা সংস্থা মিডিয়া রিসার্চ সেন্টার জরিপটি পরিচালনা করে। গণমাধ্যমগুলোর কর্মকাণ্ড, অনুষ্ঠান, গতি-প্রকৃতি প্রভৃতি পর্যালোচনা করে থাকে সংস্থাটি। তারা গবেষণা উপকরণ হিসেবে গণমাধ্যম এবিসি, সিবিএস এবং এনবিসিকে বেছে নেয়। এই চ্যানেলগুলোতে ট্রাম্পকে নিয়ে গত চার মাসে প্রচারিত সংবাদগুলোর পর্যালোচনা করা হয়। এতে দেখা যায়, ট্রাম্প সম্পর্কে এক হাজার ৬০০-এরও বেশি ইতিবাচক ও নেতিবাচক কথা খুঁজে পাওয়া গেছে। সম্প্রচারিত সংবাদের ১০টির মধ্যে নয়টিই ছিল নেতিবাচক। তবে এ গবেষণায় তারা সিএনএন এবং এমএসএনবিসিকে অন্তর্ভুক্ত করেনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads