• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯

বিদেশ

ট্রান্সজেন্ডারদের অধিকার নিশ্চিতে পাকিস্তানে আইন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১১ মে ২০১৮

পাকিস্তানে ট্রান্সজেন্ডারদের মৌলিক অধিকার নিশ্চিত করে ঐতিহাসিক এক আইন পাস হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির পার্লামেন্টে আইনটি পাস হয়। আইন অনুযায়ী এখন থেকে বেসরকারি অফিসে মালিকদের বৈষম্যের শিকার হতে হবে না তাদের। খবর আলজাজিরা।

পার্লামেন্ট সদস্যরা ইসলামাবাদে ট্রান্সজেন্ডার পারসনস (প্রটেকশন অব রাইটস) অ্যাক্ট শীর্ষক আইন পাসের পক্ষে ভোট দেন। এই আইন অনুযায়ী এখন থেকে ট্রান্সজেন্ডাররা নিজেকে যেকোনো লিঙ্গের বলে পরিচয় দিতে পারবেন। এ ঘটনাকে স্বাগত জানিয়েছেন দেশটির মানবাধিকার কর্মীরা। পাকিস্তানের মতো একটি রক্ষণশীল দেশের এই পদক্ষেপকে ঐতিহাসিক হিসেবে বর্ণনা করেছে তারা। আইনে বলা হয়েছে, কোনো নাগরিক নিজেকে পুরুষ বা নারী অথবা উভয়ের মিশ্রণ হিসেবে নিজেকে চিহ্নিত করতে পারবেন। পাশাপাশি জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ও শিক্ষাবিষয়ক কাগজপত্রসহ সব সরকারি কাগজপত্রে ওই পরিচয় নিবন্ধন করার অধিকার পাবেন।

মানবাধিকার কর্মী বিন্দিয়া রানা বলেন, জীবদ্দশায় আমি এমন কিছু দেখে যেতে পারব তা ভাবিনি। কিন্তু আমি ভাগ্যবান। এ বিষয়ে আইন পাস হয়েছে, আমি এটা দেখার সুযোগ পেয়েছি। তিনি আরো বলেন, আমরা ৫০ কিংবা ৬০ বছর বয়সী ট্রান্সজেন্ডারদের জন্য লড়াই করিনি। পরবর্তী প্রজন্মের জন্য ছিল আমাদের লড়াই। আমরা এ লড়াইয়ে জিতেছি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads