• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

বিদেশ

বিধানসভা নির্বাচন কর্ণাটকে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৩ মে ২০১৮

একাধিক ইস্যুকে সামনে রেখে গতকাল শনিবার কর্ণাটকে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে আগামী ১৫ মে। জি নিউজের খবরে বলা হয়, এ নির্বাচনে মূল লড়াই হবে কংগ্রেস ও বিজেপির মধ্যে।

কর্ণাটকে ২২৪টি আসনের মধ্যে ২২২ আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। জয়নগর আসনে বিজেপি প্রার্থীর মৃত্যু হওয়ায় সেখানে পিছিয়ে গেছে ভোট। অন্যদিকে রাজরাজেশ্বরী নগরে একটি ফ্ল্যাট থেকে ১০ হাজার ভোটার কার্ড বাজেয়াপ্ত করেছে পুলিশ। ফলে, সেখানে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে। আগামী ২৮ মে সেখানে নতুন ভোটগ্রহণের দিন ধার্য করা হয়েছে। সেখানকার ফলাফল দেওয়া হবে ৩১ মে।

জি নিউজের প্রতিবেদনে বলা হয়, কর্ণাটক নির্বাচনে মূল লড়াই কংগ্রেস ও বিজেপির মধ্যে হলেও তৃতীয় শক্তি হিসেবে উঠে এসেছে সাবেক প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার দল জেডি (এস)। অধিকাংশ সমীক্ষাই বলছে, এই রাজ্যে ত্রিশঙ্কু বিধানসভা হতে চলেছে। ফলে জেডিই (এস) এখানে কিং মেকার হয়ে উঠতে পারে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের।

২০১৪-এর লোকসভা নির্বাচনে কর্ণাটকে ১৩২টি বিধানসভা আসনে এগিয়েছিল বিজেপি। কংগ্রেস ৭৭টি আসনে এবং জেডি (এস) ১৫টি আসনে এগিয়েছিল। মোদি হাওয়ায় প্রায় ৪৩ শতাংশ ভোট পায় বিজেপি। কংগ্রেস পায় ৪০ শতাংশ ভোট। এক ধাক্কায় অর্ধেক হয়ে যায় জেডির (এস) প্রাপ্ত ভোটের হার।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads